skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাFirhad Hakim: সুকান্ত-শুভেন্দুদের ভূমিকা নিন্দনীয়, কটাক্ষ ফিরহাদের

Firhad Hakim: সুকান্ত-শুভেন্দুদের ভূমিকা নিন্দনীয়, কটাক্ষ ফিরহাদের

Follow Us :

কলকাতা: সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের ভূমিকা নিন্দনীয়। অসমর্থনযোগ্য। মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দলের ধর্মীয় মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের এই দুই বিজেপি নেতার ভূমিকা সমালোচনা করে ফিরহাদের আরও কটাক্ষ রাজ্যের শান্ত পরিবেশ নষ্ট করেছেন বিজেপি নেতারা। আর তাকে প্রশ্রয় দিচ্ছেন এই রাজ্যের কিছু বিজেপি নেতা। কেন্দ্রের দুই বিজেপি নেতা অবিবেচকদের মতো মন্তব্য করেছেন সে বিষয়ে সুকান্ত-শুভেন্দুরা চুপ রয়েছে। উলটে রাজ্যের পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছেন।

গত তিন দিন ধরে কোণা এক্সপ্রেসওয়ে-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষোভ চলছে। বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। অবস্থা এতটাই জটিল যে অ্যাম্বুল্যান্সে আটকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দুদিন আগে মুখ্যমন্ত্রী স্বয়ং আবেদন জানিয়েছিলেন, প্রতিবাদ জানান। কিন্তু রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে বিপর্যস্ত করবেন না। মানুষের সমস্যা করবেন না।

মুখ্যমন্ত্রী বললেও, বিজেপি নেতাদের সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। উলটে তাঁরা বারবার রাজ্যকে কাঠগড়ায় তুলেছে। শুভেন্দু-সুকান্তদের এহেন পদক্ষেপের সমালোচনা করে এদিন মন্ত্রী ফিরহাদ বলেন, রাজ্যের বিরোধী দলনেতা এবং বিরোধী দলের রাজ্যসভাপতি যেসব মন্তব্য করেছেন তাতে পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। তাঁদের এমন ভূমিকা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন-Sukanta Majumdar: ১৪৪ ধারা ভেঙে হাওড়ায় ঢোকার চেষ্টা, গ্রেফতার সুকান্ত 

RELATED ARTICLES

Most Popular