skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাExclusive : লোকাল নম্বর থেকেই আসছে আন্তর্জাতিক ফোন! জালিয়াতির চক্র ফাঁস, গ্রেফতার...

Exclusive : লোকাল নম্বর থেকেই আসছে আন্তর্জাতিক ফোন! জালিয়াতির চক্র ফাঁস, গ্রেফতার দুই

Follow Us :

কলকাতা : বেঙ্গল এসটিএফের বড়সড় সাফল্য। জালিয়াতি চক্রের হদিস। কীভাবে লোকাল নম্বর থেকে আসছে আন্তর্জাতিক ফোন? এর হদিশ করতে গিয়ে তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। আসানসোল ও বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে দুই কেরলের বাসিন্দাকে। 

রাজ্যে SIP trank getway হদিশ। এই গেটওয়ের মাধ্যমে আন্তর্জাতিক কলকে জিএসএম কলে ডাইভার্ট করা হয়। আর এইভাবে ডাইভার্ট করার জন্য কোনও সিমের প্রয়োজন হয় না। ফলে, গ্রাহকের ফোনে আন্তর্জাতিক ফোন আসছে অথচ ফোনের স্ক্রিনে উঠছে লোকাল নম্বর। অর্থাৎ জানা যাবে না আসল নম্বর। ফলে সহজেই নিজের নম্বর ও পরিচয় গোপন করা সম্ভব। এভাবে সহজেই বিভিন্ন অপরাধমূলক কাজ করা যায় পরিচয় গোপন করে।

এছাড়াও এই বিশেষ যন্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক টেলিফোন কলকে প্রথমে ডোমেস্টিক কল ও পরে তা লোকাল কলে রুপান্তরিত করে টেলিকম দফতরের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। কোথা থেকে এমন জালিয়াতি করা হচ্ছে তদন্ত শুরু করেছিল এসটিএফ। বুধবার রাতে বাঁকুড়া এবং আসানসোলে একযোগে তল্লাশি চালিয়ে দু’জনকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। বাঁকুড়ার বড়জোড়াতে একটা চ্যানেল উদ্ধার করেছে এসটিএফ। এই একটি চ্যানেল এর সাহায্যে একসঙ্গে ১২০০ আন্তর্জাতিক কলকে জিএসএম কলে তথা লোকাল কলে ডাইভার্ট করা যেত। অন্যদিকে আসানসোল থেকে আরও একটি চ্যানেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন – মমতার ধমক খেয়ে ‘ইগো’ ভুলে তড়িঘড়ি চিংড়িহাটা দৌড়লেন পুলিশ কর্তারা

এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে এক ব্যক্তির নাম মোঃ রিযঁদের। অন্য ব্যক্তির নাম জিসদ এ কে। এদের দু’জনের বাড়িই কেরলে। কোথা থেকে ফোন আসতো কাদের ফোন করা হত? এসবের সঙ্গে বড় কোনও অপরাধীদের চক্র জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে বেঙ্গল এসটিএফ।

RELATED ARTICLES

Most Popular