skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাPost Poll Violence: হিংসা-মামলায় তৃণমূল নেতা আবু তাহেরের আগাম জামিন খারিজ

Post Poll Violence: হিংসা-মামলায় তৃণমূল নেতা আবু তাহেরের আগাম জামিন খারিজ

Follow Us :

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই মামলায় অন্যতম অভিযুক্ত অপর তৃণমূল নেতা শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন প্রথমে কলকাতা হাইকোর্ট খারিজ করেছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পান শেখ সুফিয়ান।

বুধবার মামলার শুনানি চলাকালীন আবু তাহেরের আইনজীবী দাবি করেন, বিরোধী দলনেতা এই তদন্তের উপরে প্রভাব খাটাচ্ছেন। বারবার তাঁর বক্তব্যে তা স্পষ্ট হচ্ছে। সিবিআই এই মামলায় দুবার চার্জশিট পেশ করেছে। দুটি চার্জশিটেই আবু তাহেরের নাম নেই।

সিবিআই-এর দাবি, দ্বিতীয় চার্জশিট পেশ করবার পর আশিস দাস ও বিশ্বজিৎ পাণ্ডার গোপন জবানবন্দিতে আবু তাহেরের নাম উঠে আসে। তাঁকে নোটিস করা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না এবং তদন্তে কোনও ভাবেই সহযোগিতা করছেন না।

আরও পড়ুন- Nupur Sharma: লুক আউট নোটিসের পর ফের নুপুর শর্মাকে তলব কলকাতা পুলিসের

পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণ সংক্রান্ত বিষয়গুলির উপরে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিল। এদিন সিবিআই-এর আইনজীবী আদালতের সমালোচনার মুখে পড়েন। বিচারপতি দেবাংশু বসাক বলেন, আপনারা আদালতের কাছে তাহেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছেন। আবার তাঁকে নোটিস দিয়ে তলব করছেন। এভাবে কেন মানুষকে হেনস্তা করেন আপনারা?

 

 

RELATED ARTICLES

Most Popular