skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাUPA-TMC: আঞ্চলিক দলগুলি নিয়েই তৈরি হয়েছিল ইউপিএ, কংগ্রেসকে মনে করাল তৃণমূল

UPA-TMC: আঞ্চলিক দলগুলি নিয়েই তৈরি হয়েছিল ইউপিএ, কংগ্রেসকে মনে করাল তৃণমূল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কংগ্রেস আঞ্চলিক দলগুলিকে অপমান করেছে বলে অভিযোগ তুলল তৃণমূল। যেভাবে রাহুল গান্ধী আঞ্চলিক দলগুলিকে বাদ দিয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকেই একমাত্র অস্ত্র হিসেবে দেখিয়েছেন তাকেই কটাক্ষ করেছে ঘাসফুল। তৃণমূলের অভিযোগ এভাবে আঞ্চলিক দলগুলিকে ছোট করা হয়েছে। কংগ্রেস বা সনিয়া গান্ধী রাহুল গান্ধিরা হয়ত ভুলে গিয়েছেন ইউপিএ-১ বা ইউপিএ-২ আসলে কী ছিল? আঞ্চলিক দলকে বাদ দিয়ে মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসতে পারতেন না বলে সোমবার মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

সোমবার তৃণমূল মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসের চিন্তন বৈঠক নিয়ে কাটা ছেঁড়া করা হয়। রীতিমতো কংগ্রেসকে দুষে বিজেপি বিরোধিতায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সুরকে আরও টেনে নিয়ে বেলায় তৃণমূল মুখপাত্রের দাবি, তৃণমূল বারবার বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে স্বাগত জানিয়েছে। কিন্তু সব আবেদন উড়িয়ে দিয়েছে কংগ্রেস। কুণালের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার কংগ্রেসকে বিজেপি বিরোধী জোটে সামিল হওয়ার কথা বলেছে। কিন্তু সনিয়া-রাহুলদের অবস্থান বার বারই প্রশ্নের সামনে দাঁড়িয়েছে।

তৃণমূলের কটাক্ষ আঞ্চলিক দলের ভূমিকা নিয়ে কোনও ধারণা নেই কংগ্রেসের। তেলঙ্গানা রাষ্ট্র সমিতি, আরজেডি, তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলগুলি মানুষের বিপুল সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় রয়েছে। বা ছিল। এবং তারা বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লড়াই করছে। সেখানে কংগ্রেস ক্রমে বিভিন্ন রাজ্য থেকে হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলিকে উপেক্ষা করার বার্তা দিয়ে কংগ্রেসের চিন্তন বৈঠক আঞ্চলিক দলগুলির  ভূমিকা-মনোভাব নিয়ে ছিনিমিনি খেলল।

আরও পড়ুন- Rahul-Mamata: তৃণমূল মুখপত্রে রাহুলের প্রধান বিরোধী দলের তকমা নিয়ে তীব্র কটাক্ষ

 

 

RELATED ARTICLES

Most Popular