skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent Newsবিশ্বভারতী কর্তৃপক্ষকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

বিশ্বভারতী কর্তৃপক্ষকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Follow Us :

কলকাতা: হাইকোর্টের নির্দেশ অমান্যের অপরাধে বিশ্বভারতী কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট৷ এটা কী হচ্ছে বলেও বিচারপতি বিশ্বভারতীর আইনজীবীর কাছে জানতে চান৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের বেতন সংক্রান্ত সমস্যার মামলার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেয় বিশ্বভারতীর কর্মসমিতির কাছেই সমস্যার শুনানি হবে। সে ক্ষেত্রে কর্মসমিতির ১৯ জন সদস্যের মধ্যে ন্যূনতম ৬ জন সদস্যকে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন- শত্রুতার জের, চাপড়ায় স্বামীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ স্ত্রী

এ দিন আদালতে আবেদনকারীর আইনজীবী অরুনাভ ঘোষ জানান, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের নোটিশ দিয়ে এক সদস্যের কমিটির কাছে বুধবার বিকেল চারটেয় ভার্চুয়াল শুনানিতে হাজির থাকার নির্দেশ দেন শ্রুতি বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বভারতীর এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী।

আরও পড়ুন- হাজার হাজার ফেক সিম, ই-ওয়ালেট প্রতারণা চক্রের পর্দা ফাঁস বাঁকুড়ায়

শুনানিতে বিচারপতি অমৃতা সিনা বিশ্বভারতীর আইনজীবীকে প্রশ্ন করেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিশ্বভারতী কি করে নোটিশ জারি করে। বিচারপতির আরও প্রশ্ন, যেখানে কর্মসমিতির ন্যূনতম সদস্যের কথা নির্দেশিকায় উল্লেখ আছে সেখানে একজন সদস্যের মাধ্যমে কি করে ভার্চুয়ালে ওই শুনানি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিচারপতির এই প্রশ্নের জবাব দিতে পারেননি বিশ্বভারতীর আইনজীবী। তিনি আদালতের কাছে সময় চান।

আরও পড়ুন- ATM-এ নগদ না থাকলে ব্যাঙ্ককে জরিমানা, নির্দেশ RBI-এর

এরপরই বিচারপতি অমৃতা  সিনার নির্দেশ, ১০ অগস্ট মঙ্গলবার বিশ্বভারতী যে নোটিশ জারি করেছে সেই নোটিশ ওপরে আগামী ২০ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে। ইতিমধ্যে বিশ্বভারতীকে জানাতে হবে কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তারা এই ধরনের নোটিশ ইস্যু করল। মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে ১৬ ই অগস্ট।

RELATED ARTICLES

Most Popular