skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeখেলাT20 WC 2022: আইরিশদের হারিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া

T20 WC 2022: আইরিশদের হারিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া

Follow Us :

নিউজিল্যান্ডের কাছে আতঙ্কের হার দিয়ে চলতি টি-২০ বিশ্বকাপ শুরু করার পর, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দারুণভাবে ফিরল অস্ট্রেলিয়া। সোমবার সুপার ১২-র ম্যাচে ব্রিসবেনে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারাল অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার জয়ে নায়ক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৩ বলে ৬৩ রান করে দলকে জেতালেন ফিঞ্চ। অজি অধিনায়কের ইনিংস সাজানো ছিল ৩টি ওভার বাউন্ডারি ও ৫টা বাউন্ডারি দিয়ে। 

আয়ারল্যান্ডের হয়ে একা লড়েন লোরকান টুকের (৪৮ বলে ৭১)। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৭৯। ফিঞ্চ ছাড়া ভাল ব্যাটিং করেন মার্কস স্টোয়নিস (২৫ বলে ৩৫)। স্টিভ স্মিথকে এদিনও খেলানো হয়নি। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ১৩৯ করতে পারল একমাত্র টুকের অনবদ্য ইনিংসের সৌজন্যে। টুক ৯টা ওভার বাউন্ডারি ও ১টি বাউন্ডারি হাঁকান।

আরও পড়ুন-চোট পেয়ে ছিটকে গেলেন কার্তিক, বাংলা পরীক্ষায় খেলছেন পন্থ 

৪ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে গতবারের চ্যাম্পিয়ন অজিরা ছুঁয়ে ফেলল গ্রুপ শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে। শুক্রবার অ্যাডিলেডে সুপার ১২-র শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই সেমিফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া। অজিদের কাছে হারায় আয়ারল্যান্ডের পক্ষে সেমিফাইনালে ওঠা বেশ কঠিন হয়ে গেল। ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ডের কাছে সেমির দরজা খুলে যাচ্ছিল। আইরিশরা এখন ৪ ম্যাচে ৩ পয়েন্টে। 

শেষ ম্যাচে আয়ারল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়েও দেয়, তা হলেও তাদের নেট রানেরেটের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে, নিউজিল্যান্ড যদি তাদের আগামী দুটি ম্যাচ-ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচের মধ্যে একটাতেও জেতে তাহলেই তারা সেমিফাইনালে উঠে যাবে। 

তবে কিউদের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মূল প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের পরবর্তী দুটি ম্যাচে জিতলে ৭ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে সেমিতে ওঠার অজি-ইংল্যান্ড লড়াই নেট রানরেটে গড়াবে। আগামিকাল, ইংল্যান্ড নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইরা ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালে উঠে যাবে। আর সেই ম্যাচে ইংল্যান্ড জিতলে তিনটি দল পাঁচ পয়েন্টে থাকবে।

গ্রুপ এ-র পয়েন্ট তালিকা

সুপার ১২ পর্বে

গ্রুপ ১-র পয়েন্ট তালিকা

১) নিউজিল্যান্ড: ৫ পয়েন্ট  (৩ ম্যাচে)
২) অস্ট্রেলিয়া: ৩ পয়েন্ট (৪ ম্যাচে) 
৩)ইংল্যান্ড: ৩ পয়েন্ট (৩ ম্যাচে)
৪) আয়ারল্যান্ড: ৩ পয়েন্ট (৪ ম্যাচে)
৫) শ্রীলঙ্কা: ২ পয়েন্ট (৩ ম্যাচে)
৬) আফগানিস্তান: ২ পয়েন্ট (৩ ম্যাচে)

RELATED ARTICLES

Most Popular