skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাSSC Scam: এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৫০ লাখ...

SSC Scam: এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৫০ লাখ টাকা, দেড় কেজি সোনা

Follow Us :

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commisssion) প্রাক্তন উপদেষ্টা (Advisor) শান্তিপ্রসাদ সিনহার (Shantiprosad Sinha)  একটি বাড়ি থেকে মিলল দেড় কেজি সোনা ও নগদ ৫০ লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তল্লাশি অভিয়ান চালিয়ে ওই যকের ধন উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে সার্ভে পার্ক এলাকায় একটি ফ্ল্যাট থেকে তা উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটটি এক মহিলার নামে রয়েছে। তিনি সল্টলেকের বাসিন্দা। বকলমে শান্তিপ্রসাদই ওই ফ্ল্যাটের মালিক। সেখানে হানা দিয়ে বেশ কিছু নথিপত্রও পেয়েছে সিবিআই। তার মধ্যে এসএসসির দেড় হাজার চাকরি প্রার্থীর একটি তালিকাও রয়েছে। উদ্ধার হয়েছে আরও কিছু দলিল। দক্ষিণ কলকাতার সার্ভে পার্কের যে ফ্ল্যাটে শান্তিপ্রসাদ থাকতেন, তার উল্টোদিকেই রয়েছে সেই ফ্ল্যাটটি। 

এই ফ্ল্যাটটি সিবিআই আগেই সিল করে দিয়েছিল। যে মহিলার নামে ওই ফ্ল্যাটের রেজিস্ট্রি করা আছে, মঙ্গলবার রাতে তাকে নিয়েই সিবিআই অফিসাররা ফ্ল্যাটটিতে তল্লাশি চালান সিল খুলে। সিবিআইয়ের চার্জশিটে শান্তিপ্রসাদ সিনহাকে নিয়োগ দুর্নীতির অন্যতম কিংপিন বলা হয়েছে। যে চাকরিপ্রার্থীদের তালিকা উদ্ধার করা হয়েছে তাদের থেকে নেওয়া টাকাই  সার্ভে পার্কের ফ্ল্যাটটিতে মজুত করা ছিল কি না, তা খতিয়ে দেখছে সিবিআই। দরকার হলে সিবিআই এব্যাপারে ইডিরও সাহায্য নিতে পারে।

আরও পড়ুন: Adeno Virus: বাঁকুড়া মেডিক্যাল কলেজে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে মৃত্যু ২ শিশুর

 গত বছরের অগাস্ট মাসে সিবিআই এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ এবং প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করে। এই মামলায়  সিবিআই যে এফআইআর করেছিল তাতে প্রথম নামটিই ছিল শান্তিপ্রসাদের। হাইকোর্ট নিযুক্ত রঞ্জিত কুমার বাগ কমিটির রিপোর্টেও শান্তিপ্রসাদ এবং অশোক সাহার নাম ছিল। সেই রিপোর্টে এই দুজনের বিরুদ্ধে এফআইআর করে ফৌজদারি মামলা করারও সুপারিশ করা হয়েছিল। পরবর্তী কালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ও শান্তিপ্রসাদের বিরুদ্ধে সিবিআইয়েক অবিলম্বে ফৌজদারি মামলা করার নির্দেশ দেয়। 

সিবিআইয়ের দাবি, সেই সময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশনে শান্তিপ্রসাদের নেতৃত্বে চার সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছিল। বাগ কমিটি এই উপদেষ্টা কমিটিকেই সম্পূর্ণ বেআইনি বলে তার রিপোর্টে উল্লেখ করেছিল। একই কথা বলেছিল, কলকাতা হাইকোর্টও। 

বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এসএসসির এক প্রাক্তন উপদেষ্টার বাড়ি থেকে সোনা, নগদ টাকা ও কিছু নথি উদ্ধার করা হয়েছে। ওই বিবৃতিতে অবশ্য শান্তিপ্রসাদের নাম উল্লেখ করা হয়নি। তবে ওই উপদেষ্টা যে শান্তিপ্রসাদই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

আরও পড়ুন: Shritama Mitra: সিরিয়ালের শুটিং সেটে আচমকা অসুস্থ শ্রীতমা,নিয়ে যাওয়া হল হাসপাতালে

প্রসঙ্গত, গত বছরের ২২ জুলাই পার্থর বেহালার বাড়িতে ২৪ ঘণ্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে সিবিআই তাঁকে গ্রেফতার করে।  একই সঙ্গে তল্লাশি চালানো হয় পার্থর ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের বিলাসবহুল ফ্ল্যাটে। সেখানে এবং বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা এবং বিপুল পরিমাণ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে পার্থর সঙ্গে নাম জড়ায় অর্পিতারও। সিবিআইয়ের দাবি, প্রাথমিক এবং এসএসসির চাকরি দেওয়ার নামে যে কোটি কোটি টাকা তুলেছিল পার্থ, শান্তিপ্রসাদ, সুবীরেশ ভট্টাচার্য , মানিক ভট্টাচার্যদের চক্র, সেই টাকাই অর্পিতার ফ্ল্যাটে গচ্ছিত রাখা ছিল। 

 

 

 

RELATED ARTICLES

Most Popular