skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরBankura Rail Accident | বাঁকুড়ার ওন্দা স্টেশনে মালগাড়ি ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা...

Bankura Rail Accident | বাঁকুড়ার ওন্দা স্টেশনে মালগাড়ি ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা মালগাড়িকে

Follow Us :

ওন্দা: বালেশ্বরের পর ওন্দা। ফের রেল দুর্ঘটনা। বাঁকুড়ার ওন্দা স্টেশনে মালগাড়ি ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা মালগাড়িকে। উলটেপালটে গেল ইঞ্জিন ও একাধিক বগি। আদরা-খড়্গপুর শাখায় বন্ধ রেল চলাচল। দুটি মালগাড়ির ১২ বগি লাইনচ্যুত।  ইঞ্জিন ভেঙেচুরে গিয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে রেল লাইন। ওভারহেড লাইনের ইলেকট্রিক রুমে ঢুকে পড়ে বগি। এই ঘটনার জেরে আপাতত আদরা-খড়্গপুর মেন শাখায় বন্ধ রেল চলাচল। চরম ভোগান্তিতে ছুটির দিনে বেরনো যাত্রীরা। আহত মালগাড়ির এক চালক। ওন্দা স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। সেই মালগাড়ির পিছনে এসে ধাক্কা মারে অপর একটি মালগাড়ি। চালকের গাফিলতিতে এই ঘটনা বলে জানালেন আদরা ডিভিশনের ডিআরএম। চালকের চোখ লেগে যাওয়াতে সিগন্যাল না দেখে মালগাড়ি ঢুকে পড়ে লুপ লাইনে। ফলে দুর্ঘটনা ঘটে।

দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে রবিবার ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে।

আরও পড়ুন: Daily Bengali Horoscopes | Ajker Rashifal | আজকের রাশিফল | ২৫ জুন, ২০২৩

এই দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেলের সিনিয়র ডিভিশনার সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেন, একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, আর একটি গাড়ি এসে তাতে ধাক্কা মেরেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে। কোথাও কোনও ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এটা হতে পারে না। আমাদের তরফে তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, গত ২ জুন হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ওই সময় একসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও। করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি সজোরে ধাক্কা মারে। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে যায়। সেই লাইন দিয়ে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ২৯১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারেরও বেশি।

RELATED ARTICLES

Most Popular