skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeখেলাIND VS SL: সূর্যকুমার যাদবের দুরন্ত শতরানের পর কী বললেন ভারত অধিনায়ক...

IND VS SL: সূর্যকুমার যাদবের দুরন্ত শতরানের পর কী বললেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া? জানতে পড়ুন

Follow Us :

রাজকোট:  তৃতীয় টি-২০ ম্যাচে সূর্যের তেজ অনুভব করে রাজকোট। বলা যেতে পারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিধ্বংসী শতরান শেষ করে দেয় শ্রীলঙ্কাকে। ২১৯.৬১ স্ট্রাইক্ রেটে ব্যাটিং করে ৫১ বলে ১১২ রানের ইনিংস খেলেন তিনি। মারলেন ৭টি চার এবং ৯টি ছয়। তাঁর ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২২৮/৫। সূর্যকুমারের এই ব্যাটিং বিক্রমের দরুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯১ রানে জয় পায় ভারতের। তাঁর এই দুর্দান্ত ইনিংসের পর প্রশংসাস্তুতি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুখে।

 ভারতের অধিনায়ক বলেন, “শুধু একটা ম্যাচ নয়,  প্রত্যেকটা ম্যাচে-প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছে সূর্য। ব্যাটিংটা কত সহজ সেটা প্রত্যেক ম্যাচেই আমাদের বুঝিয়ে দিচ্ছে। যদি ওকে বল করতাম, নিঃসন্দেহে আমার কপালে অনেক দুঃখ অপেক্ষা করে থাকত। সূর্যকে কখনওই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। কঠিন পরিস্থিতিতে ও ব্যাটিং করতে ভালোবাসে এবং সেটা উপভোগও করে। ”

 ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘সূর্যকুমার যাদব একটি দুর্দান্ত প্রতিভা। আমি এর থেকে ভালো টি-টোয়েন্টি ইনিংস দেখিনি।আমি নিজেকে ভাগ্যবান মনে করি এরকম একটা ইনিংস নিজের চোখে দেখতে পেরে।’ 

অপরদিকে, সূর্যকুমার যাদব বলেন, ‘আমার খেলা অন্যতম সেরা ইনিংস। তবে এটাই সবথেকে সেরা কিনা বলতে পারব না। কঠিন মুহূর্তে ব্যাটিং করতে আমি বেশি পছন্দ করি। যখন ব্যাটিং করি, তখন প্রতিটি মুহূর্ত উপভোগ করি।’        

RELATED ARTICLES

Most Popular