skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরChhath Puja & Posters: আসানসোলে শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রার নামে পোস্টার, শুরু রাজনৈতিক...

Chhath Puja & Posters: আসানসোলে শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রার নামে পোস্টার, শুরু রাজনৈতিক চাপানউতোর

Follow Us :

ছট পুজোর প্রাক্কালে আসানসোলের বিহারীবাবু কোথায়, এই মর্মে কুলটির স্টেশন রোড এলাকায় পোস্টার পড়ল আসানসোলের(asansol) তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার(TMC MP Shatrughan Sinha) বিরুদ্ধে। সাংসদ নিখোঁজ বলে পোস্টার পড়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে এই পোস্টার কারা লাগিয়েছে, তা জানা যায়নি। তার নীচে লেখা রয়েছে, আসানসোলের বিহারী সমাজ। এরপরেই আসানসোলের গোপালপুরে পাল্টা পোস্টার পড়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA) অগ্নিমিত্রা পলের(Agnimitra Paul) নামে। তাতে হিন্দিতে লেখা, ছটে বিধায়ক অগ্নিমিত্রা পলকে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ।

দীপাবলির শেষে এখন ছট পুজোর(chhath puja) প্রস্তুতি চলছে। আসানসোলে স্থানীয় প্রশাসন ছটের ঘাটগুলি সংস্কার করছে। সেগুলি পরিদর্শন করা হচ্ছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বৃহস্পতিবার রাতে কুলটি স্টেশন রোড এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ বলে পোস্টার দেখা যায়। তিনি নিজেকে বিহারীবাবু বলে পরিচয় দেন। 

আরও পড়ুন:  কৃষ্ণনগরে কালীপুজোর বিসর্জনে দমকল কর্মী খুনে গ্রেফতার

ওই পোস্টার সম্পর্কে তৃণমূল নেতা শিবদাসন দাসু বলেন, সাংসদ এলাকায় একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন। তিনি নিয়মিত নিজের সংসদীয় এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর সাংসদ অফিসও রোজ খোলা থাকে। রাজ্যে তো বিজেপির এত সাংসদ আছেন। তাঁদের মধ্যে কতজন ছটের ঘাটে যান। তাঁর দাবি, সস্তা প্রচার পাওয়ার জন্য বিজেপি আড়াল থেকে এ সব করাচ্ছে। 

বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, কোনও উত্‍সবে সাংসদকে দেখা যায় না। ছটপুজোতে তাঁর তো দেখাই মিলল না।

আরও পড়ুন: লিঙ্ক বিভ্রাটে শুনানি বন্ধ, সোমবার পার্থ-সহ তিন অভিযুক্তকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ

 এর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে গোপালপুরে পোস্টার পড়ল, বিধায়ককে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ। বিজেপির যুব নেতা বাপ্পার দাবি, এটা তৃণমূলের কাজ।

RELATED ARTICLES

Most Popular