skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাPrimary Education Board: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন কমিটি, সভাপতি গৌতম পাল

Primary Education Board: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন কমিটি, সভাপতি গৌতম পাল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ পুনর্গঠন করল। মঙ্গলবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পর্ষদের নতুন সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম পাল। পর্ষদের বাকি ১১ জন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য এই অ্যাডহক কমিটি গড়া হল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, মলয় সাহা, স্বাতী গুহ, অভীক মজুমদার প্রমুখ।

পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্ট আগেই অপসারণ করেছে। প্রাথমিকে টেট নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতিতে নাম জড়িয়েছে মানিকের। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। তিনি একাধিকবার সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছেন। তাঁর একাধিক বাড়িতে সিবিআই তল্লাশি চলেছে।

উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ওই দুর্নীতি নিয়ে মামলাও হয়। তাতেই আদালত বলেছিল, অবিলম্বে রাজ্য সরকার যেন মানিককে পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। কিন্তু রাজ্য সরকার তাতে কান দেয়নি। শেষে আদালতই মানিককে অপসারণের নির্দেশ দেয়। মঙ্গলবার রাজ্য সরকার নতুন করে প্রাথিমক শিক্ষা পর্ষদের নতুন কমিটি ঘোষণা করল।

RELATED ARTICLES

Most Popular