skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeআন্তর্জাতিকNobel literature prize winner Annie Ernaux: ম্যাক্রোঁ-বিরোধী নোবেল বিজয়িনী, বাজারদর বৃদ্ধি নিয়ে...

Nobel literature prize winner Annie Ernaux: ম্যাক্রোঁ-বিরোধী নোবেল বিজয়িনী, বাজারদর বৃদ্ধি নিয়ে বামেদের মিছিলে যোগ দিতে আহ্বান এরনোর

Follow Us :

দেশে বাজারদর আকাশ ছোঁওয়ার বিরুদ্ধে এবার মুখ খুললেন সাহিত্যে নোবেল বিজয়িনী অ্যানি এরনো (Nobel literature prize winner Annie Ernaux)। ফান্সের (France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (President Emmanuel Macron) বিরুদ্ধে দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে বামেরা এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে আগামী সপ্তাহে। সেই কর্মসূচিতে সমগ্র দেশবাসীকে যোগদানের আহ্বান জানিয়েছেন ফরাসি শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। তাঁদের মধ্যে অ্যানি এরনোও রয়েছেন।

ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের গরিব মানুষের কথা ভাবছেন না। বাজারদর কমাতে কোনও ব্যবস্থাই নিচ্ছে না সরকার। অথচ, কিছু কোম্পানি কাড়িকাড়ি মুনাফা লুটে চলেছে দিনের পর দিন। এর বিরুদ্ধেই ফ্রান্সের বামপন্থীরা এক প্রতিবাদসভা ডেকেছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী সেতু

ফ্রান্সের একটি পত্রিকায় ফরাসি লেখক, চিত্র পরিচালক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ মোট ৯৪ জন বুদ্ধিজীবীর স্বাক্ষরিত একটি বিবৃতি ছাপা হয়েছে রবিবার। সেখানে তাঁরা লিখেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্রব্যমূল্যবৃদ্ধিকে সম্পদের মালিকানা ক্ষেত্রে একটি চওড়া ফারাকে নিয়ে চলেছেন। আয় ও ব্যয়ের ভারসাম্য এর ফলে নষ্ট হচ্ছে। যে কারণে, গরিব মানুষের উপর বাড়তি বোঝা চাপছে এবং কিছু ব্যবসায়ী লাভবান হচ্ছে।

এরনো স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, এটা পুরোটাই রাজনৈতিক সদিচ্ছার অভাবে ঘটছে। দিনের পর দিন বেড়ে চলা জ্বালানির দাম নিয়ে সরকার এ পর্যন্ত পদক্ষেপ করেনি। বাজারদর বাড়ায় কিছু কোম্পানি মুনাফার মধু ঘরে তুললেও সরকার তাদের ঘাড়ে করের বোঝা চাপায়নি। প্রসঙ্গত, এ বছর ফ্রান্সে ব্যাপক হারে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। বিশেষত, গ্যাস ও জ্বালানি তেলের দাম। এর কারণ অবশ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

ফরাসি বুদ্ধিজীবী মহল আগামী ১৬ অক্টোবর ডাকা প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। বামদের সম্মিলিত জোট এই মিছিলের ডাক দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular