Friday, July 18, 2025
HomeদেশNarendra Modi: অনলাইন-অফলাইন দু'ভাবেই পড়াশোনা চলুক, হাইব্রিড শিক্ষা ব্যবস্থার ওপরে জোর নরেন্দ্র...

Narendra Modi: অনলাইন-অফলাইন দু’ভাবেই পড়াশোনা চলুক, হাইব্রিড শিক্ষা ব্যবস্থার ওপরে জোর নরেন্দ্র মোদির

Follow Us :

নয়াদিল্লি: অনলাইন-অফলাইন দুই চলুক সমান ভাবে। জাতীয় শিক্ষা নীতিতে জোর দিয়ে সকল পড়ুয়াদের পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনতে শনিবার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ওই বৈঠকে শিক্ষা ব্যবস্থার একটি হাইব্রিড সিস্টেম তৈরি করার কথা জানিয়েছেন তিনি৷

২০২০ সালে জাতীয় শিক্ষানীতি নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে শিক্ষানীতির কাজ কতদূর এগিয়েছে? কতটা বাস্তবায়িত?  এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে শনিবার রাজধানী দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদি। যেখানে জাতীয় শিক্ষার মান আরও বাড়াতে এবং ভবিষ্যতের পড়ুয়াদের কথা মাথায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিশেষত, যেসব পড়ুয়ারা স্কুলছুট হয়ে গিয়েছিল তাদের আবার পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি। এদিনের বৈঠকে আলোচনা হয় এই বিষয়টি নিয়েও।

প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে জোর দিয়েছেন অঙ্গনওয়াড়ির পড়ুয়াদের ওপরেও। তাঁর মতে, যে সমস্ত শিশুরা অঙ্গনওয়াড়ি থেকে স্কুলে আসে তাদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করাতে হবে। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান তিনি। তার মতে, শিক্ষার্থীদের ধারণাগত দক্ষতা বিকাশের জন্য দেশীয় বিভিন্ন ধরনের খেলনা ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত।

আরও পড়ুন BJP Workers Death: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, খুন নয় আত্মহত্যাই করেছেন বিজেপি কর্মী অর্জুন

স্কুলছুট পড়ুয়াদের ফিরিয়ে আনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে অতিরিক্ত অনলাইন শিক্ষায় অভ্যস্ত না হয়ে পড়ে এই বিষয়টিও আলোচনা হয় এদিনের বৈঠকে। স্কুলের পড়ুয়ারা যাতে অতিরিক্ত প্রযুক্তিনির্ভর না হয় পরে তার জন্য অনলাইন এবং অফলাইন শিক্ষার হাইব্রিড সিস্টেম তৈরি করা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার পরামর্শে এই দুই মাধ্যমকেই একসঙ্গে সঠিকভাবে ব্যবহার করা উচিত ।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39