skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরনেই কুকারের শব্দ-খুন্তির ঠোকাঠুকি, গোটা গ্রামটাই যেন শ্মশানপুরী

নেই কুকারের শব্দ-খুন্তির ঠোকাঠুকি, গোটা গ্রামটাই যেন শ্মশানপুরী

Follow Us :

বনগাঁ: অন্যদিন সকালে গ্রামের সব বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসত হাতা-খুন্তি থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ৷ আজ কোনও বাড়ির রান্নাঘরে হাড়ি চড়েনি৷ বসেনি বাজারহাট৷ সকাল থেকে বন্ধ দোকানপাট৷ গ্রামের মুহুরি পরিবারের বাড়ির সামনে সকাল থেকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতাদের ভিড়৷ শনিবার মধ্যরাতে নদিয়ার ফুলবাড়িতে (Nadia Fulbari) মর্মান্তিক দুর্ঘটনায় (Nadia Accident) মুহুরি পরিবারের ১২ সদস্যের প্রাণ গিয়েছে৷ তার পর থেকে শোকে ডুবে উত্তর ২৪ পরগনার বাগদার (Bagda) পারমাদন গ্রাম (Parmadan Village)৷

ওই ১২ জন ছাড়া গ্রামের আরও ৬ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু আছে৷ গ্রামবাসীরা জানিয়েছেন, শনিবার রাতে মুহুরি পরিবারের এক বয়স্ক মহিলা শিবানী মুহুরির বার্ধক্যজনিত মৃত্যু হয়৷ তাঁর দেহ সৎকারের জন্য পরিবারের ১২ জন এবং কয়েকজন গ্রামবাসী সৎকারের জন্য মৃতদেহ নিয়ে গিয়েছিলেন নবদ্বীপ শ্মশানে৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই নদিয়ার ফুলবাড়ি এলাকার একটি পাথরবোঝাই লরির সঙ্গে গ্রামবাসীদের গাড়ির ধাক্কা লাগে৷ তাতে মৃত্যু হয় ১৮ জনের৷ এক রাতের মধ্যে এত জনের মৃত্যুর খবরে শোকে ডুবে বাগদার পারমাদন গ্রাম৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে ঘটনার দুঃখপ্রকাশ করেছেন৷ খবর পেয়ে নিহতদের বাড়ি যান বনগাঁ মহকুমার চার বিধায়ক বিশ্বজিৎ দাস (বাগদা), স্বপন মজুমদার (বনগাঁ দক্ষিণ), অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর) এবং সুব্রত ঠাকুর (গাইঘাটা)৷

Bagda 1
বাগদার এই গ্রামের এক পরিবারের ১২ সদস্যের মৃত্যু৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷

আরও পড়ুন: Nadia Accident: দুঘটনাগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার, টুইটে সমবেদনা মুখ্যমন্ত্রীর

পারমাদন গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন ঘোষ জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শোনার পর থেকে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতরা সকালে ওসি এবং সরকারি আধিকারিকরা আসেন৷ পঞ্চায়েতের তরফে চেষ্টা চলছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলি গ্রামে এনে সৎকারের ব্যবস্থা করা যায়৷ কিন্তু সন্ধে পর্যন্ত মৃতদেহগুলি গ্রামে এসে পৌঁছয়নি৷ শ্মশানযাত্রীর ওই দলে মুহুরী পরিবারের দশ সদস্য ছিলেন বলে জানা গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতরা হল, অমিতা মুহুরি (৩০), অন্যান্য মুহুরি(৫), শ্রাবণী মুহুরি (১৮), বৃন্দাবন মুহুরি (৬০), জয়ন্তী মুহুরি (৫০), মুনমুন মুহুরি (২১)-সহ আরও কয়েকজন আত্মীয়৷ এছাড়া হাজারি বিশ্বাস, বিভা সরকার, অমর বিশ্বাস, অমলেন্দু বিশ্বাস, সুকুমার বিশ্বাস, গোপাল সরকার নামে গ্রামবাসীদের মৃত্যু হয়েছে৷

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শ্মশানযাত্রী দলের অন্যতম গাড়ির চালক পিন্টু হালদার বলেন, ‘আমরা ছ’জন আরেকটা গাড়িতে ছিলাম৷ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখি মৃতদেহ পড়ে রয়েছে৷ দু-একজনকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করলাম৷ কোনও সাড়াশব্দ নেই৷ বুঝলাম মারা গিয়েছে৷ একটা বাচ্চা ছিল৷ ওর শরীরে তখনও শ্বাস ছিল৷ বাচ্চাটাকে আমার কোলে দেওয়া হল৷ কিছুক্ষণ পর কোলেই মারা যায় সে৷ অ্যাম্বুল্যান্সে করে আরেক জনকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে৷ তাঁকেও বাঁচানো যায়নি৷’

আরও পড়ুন: টানা ২২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার ছাইয়ের নীচে চাপা পড়া ৩ শ্রমিকের দেহ

swapan majumdar
বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷

দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে শ্মশান যাত্রীদের গাড়িটি৷ যদিও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল৷ গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ৷ রানাঘাটের এসডিপিও দীপক অধিকারী বলেন, এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়৷ তদন্ত চলছে৷ গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা জানার চেষ্টা চলছে৷ যদিও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর দুর্ঘটনার জন্য বেহাল রাস্তা এবং পুলিশের তোলাবাজিকেই দায়ী করেন৷ স্বপন মজুমদার বলেন, ‘বেহাল রাস্তার কারণে অনেক দুর্ঘটনা ঘটে৷ তাছাড়া দীর্ঘদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে পুলিশ তোলাবাজি করে বলেও অভিযোগ৷ এগুলো ঠিক নয়৷ মুখ্যমন্ত্রীকে বলব বিষয়টির দিকে নজর দিন৷’

RELATED ARTICLES

Most Popular