skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরExtra Marital Affair: হেলমেট দিয়ে স্বামীর প্রেমিকাকে বেদম মার স্ত্রীর, ভাইরাল ভিডিয়ো

Extra Marital Affair: হেলমেট দিয়ে স্বামীর প্রেমিকাকে বেদম মার স্ত্রীর, ভাইরাল ভিডিয়ো

Follow Us :

আসানসোল: কখনও মাথায় হেলমেটের বাড়ি৷ কখনও পেটে এক লাথি৷ লাথি খেয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়লেন মহিলা৷ টেনে তুলে আবার মার৷ কখনও চুলের মুঠি ধরে ফের রাস্তায় ফেলে দেওয়া৷ পাশেই এক ব্যক্তির কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে৷ আসানসোলের (Asansole Extra Marital Affair) বার্নপুর রোডে ভরদুপুরে এমন দৃশ্যই দেখা গেল৷ এই দৃশ্যের ভিডিও রীতিমতো ভাইরাল (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)৷ দু’জনকেই টানতে টানতে নিয়ে যাওয়া হল আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে৷

পরকীয়ার যে এমন পরিণতি হবে, কে জানত? স্বামীর কীর্তি হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী৷ বার্নপুর রোডের একটি হোটেলে দিব্যি পরকীয়া প্রেমে মজেছিলেন আসানসোলের ব্যবসায়ী মোহনলাল৷ স্ত্রী গোপনে পিছু নিয়েছিলেন হোটেল পর্যন্ত৷ হোটেল থেকেই দু’জনকে টেনে বার করে আনেন চেহারায় বড়সড় মহিলা৷ রাস্তায় বার করেই মার৷ মার কাকে বলে৷ কখনও হেলমেটের আঘাত, কখনও পেটে-বুকে লাথি, কখনও চুলের মুঠি ধরে ঝাঁকানো৷ কিছুই বাকি রাখেননি মহিলা৷ বেচারি প্রেমিকার হাল খুবই করুণ৷ মার খেয়েও উঠে দাঁড়িয়ে কিছুদূর হাঁটছেন৷ আবার শরীরে পড়ছে হেলমেটের ঘা৷ মহিলার বাপেরবাড়ির লোকজনও ঘটনাস্থলে হাজির হয়ে জামাই বাবাজীবনকে পাকড়াও করেন৷ তাঁর জামার কলার ধরে টানাটানি করা হয়৷ দু’জনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ আসানসোল পুলিশ ফাঁড়িতে দু’জনের অবস্থা তখন রীতিমতো কাহিল৷

asansol
আসানসোলে স্বামীর প্রেমিকাকে হেলমেট দিয়ে মার স্ত্রীর৷ বৃহস্পতিবার৷ নিজস্ব চিত্র৷

দু’পক্ষই অবশ্য ঘটনা নিয়ে কোনও মন্তব্যে নারাজ৷ পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে পরিবার সূত্রে খবর৷ স্বামীকে অনেকবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনও কথা কানে তোলেননি বলে অভিযোগ৷ মহিলা নজরদারিও চালাচ্ছিলেন স্বামী ও তাঁর প্রেমিকার উপর৷ বৃহস্পতিবার একেবারে সরাসরি হোটেলে গিয়ে হানা দেন মহিলা ও তাঁর বাপেরবাড়ির লোকজন৷ যে হোটেলে উঠেছিলেন মোহনলাল, সেখানে যথাযথ নথিপত্র জমা দেওয়া হয়নি বলে অভিযোগ৷ হোটেল থেকে শুধু মোহনলালের আধার কার্ড পাওয়া গিয়েছে৷ প্রেমিকার কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি৷ মোহনলালের স্ত্রীর অভিযোগ, স্বামী মাঝেমধ্যেই প্রেমিকাকে নিয়ে এই হোটেলে উঠতেন৷ বৃহস্পতিবার হাতেনাতে ধরে ফেলা হয়৷ হোটেল ম্যানেজারের দাবি, এ দিনই প্রথম তাঁরা এই হোটেলে আসেন৷

আরও পড়ুন: Black Magic: তন্ত্রসাধনার জন্যই কি মদের আসরে তরুণের জিভ কেটে নিল দুই মহিলা

RELATED ARTICLES

Most Popular