skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশUP Conflict | উত্তরপ্রদেশে গোষ্ঠীদ্বন্দ্ব, সাহারানপুরে ইন্টারনেট বন্ধ

UP Conflict | উত্তরপ্রদেশে গোষ্ঠীদ্বন্দ্ব, সাহারানপুরে ইন্টারনেট বন্ধ

Follow Us :

এলাহাবাদ: পশ্চিম উত্তরপ্রদেশে (UP) একটি ঘটনায় গুরজর (Gurjar) ও রাজপুত (Rajput) সমাজের মধ্যে গণ্ডগোল দেখা দিয়েছে। সম্রাট মিহির ভোজকে (Samrat Mihir Bhoj) কেন্দ্র করে ওই গণ্ডগোল। নিষেধাজ্ঞা সত্ত্বেও গুর্জর কমিউনিটি থেকে সাহারানপুরে (Saharanpur) গৌরব যাত্রা বের করা হয়েছে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 হাজারে হাজারে গুর্জর সেখানে জড়ো হয়েছেন। তাঁরা সম্রাট মিহির ভোজ প্রতিহার গৌরব যাত্রা বের করেছেন। প্রশাসনের পক্ষ থেকে যাত্রার জন্য অনুমতিও দেওয়া হয়নি। যাত্রা আটকানোর জন্য প্রচুর পুলিশ মোতায়েনও করা হয়েছে। রাজপুত সমাজের পক্ষ থেকে ওই যাত্রার বিরোধিতা করা হচ্ছে। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সার্ভিস (Internet Service) বন্ধ করা হয়েছে। গুর্জর প্রতিহার সম্রাট মিহির ভোজ গৌরব যাত্রা ফন্দপুরী (Fandpuri) থেকে বের করা হয়। সেখানে সাহারানপুর প্রশাসনের অনুমতি ছিল না। ফন্দপুরীর নাকাদ এলাকায় সকালে গুর্জর কমিউনিটির (Gurjar Community) বহু মানুষ জড়ো হন। পায়ে হেঁটে সেখান থেকে গৌরব যাত্রা (Gaurav Yatra) শুরু করেন তাঁরা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই যাত্রা হয়। ব্যারিকেড করে আটকানোর চেষ্টা হয়। অবশ্য তা সত্ত্বেও পুলিশের সামনেই মিছিল হয়।  

আরও পড়ুন: Share Market | সপ্তাহের প্রথমদিনেই উত্থান শেয়ার বাজারে, কোন কোন স্টক এগিয়ে, দেখে নিন 

জেলাশাসক ড. দীনেশ চন্দ্র ও স্পেশ্যাল সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ ড. বিপিন টাডা দুই সমাজের মানুষদের সঙ্গেই কথা বলেন। এবং পরিষ্কার জানিয়ে দেন কোনও ধরনের যাত্রা হবে না। প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ তা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

RELATED ARTICLES

Most Popular