skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশMamata Banerjee: মমতার ডাকে সাড়া, শীঘ্রই মুম্বইয়ে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের কথা, বলল শিবসেনা

Mamata Banerjee: মমতার ডাকে সাড়া, শীঘ্রই মুম্বইয়ে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের কথা, বলল শিবসেনা

Follow Us :

কলকাতা, ১৭ এপ্রিল : আর দু’বছর ৷ বাংলায় সর্বত্র রঙ সবুজ৷ এবার লক্ষ্য দিল্লি৷ ইতিমধ্যেই সেই তোড়জোর শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আঞ্চলিক দলগুলোকে নিয়ে আলোচনার জন্য চিঠিও দিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ এ বার সেই ডাকে সাড়া দিল শিবসেনা।  মুম্বইয়ে খুব তাড়াতাড়ি অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক হতে পারে বলে রবিবার জানিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।  তিনি বলেছেন, সম্মেলনের আয়োজন করবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।

বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী সুর চড়িয়ে আসছেন মমতা৷ প্রথমে কংগ্রেসের সঙ্গে যৌথ মঞ্চের কথা বলা হলেও রাহুল-সোনিয়ার নীতি যে সঠিক নয় তা দিনের আলোর মতোন স্পষ্ট হয়ে গিয়েছে৷ ক্রমেই মমতার সঙ্গে দুরত্ব বেড়েছে কংগ্রেসের৷ এই পরিস্থিতিতে শিবসেনা, সমাজবাদী পার্টি, ডিএমকে, তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মতো একাধিক আঞ্চলিক দল নিয়ে এক বৃহত্তম মঞ্চ গঠনের প্রক্রিয়া শুরু করেন মমতা৷ তৃণমূল নেত্রীর মতো সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট শক্তিশালী করার পক্ষপাতি আঞ্চলিক দলগুলি৷
গত ২৯ মার্চ সকলকে একজোট হতে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন মমতা। বার্তা ছিল, জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে। শুধু অ-বিজেপি মুখ্যমন্ত্রীরাই নন, মমতার আবেদন ছিল সব বিরোধী দলের নেতার কাছেও। লিখেছিলেন, ‘বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের সময়-সুযোগ মতো একসঙ্গে বসে আলোচনা হোক এবং কেন্দ্রের বিরোধিতায় সরব হই।’ বিরোধী রাজ্যগুলিতে সিবিআই সক্রিয়তা, বিরোধীদের সম্মতি ছাড়া সংখ্যাধিক্যের জোরে একাধিক আইন সংশোধন করে নেওয়ার কথাও উল্লেখ করেন মমতা।
RELATED ARTICLES

Most Popular