skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollউত্তরপ্রদেশে মদ্যপ অবস্থায় স্কুল শিক্ষক, ভাইরাল ভিডিও

উত্তরপ্রদেশে মদ্যপ অবস্থায় স্কুল শিক্ষক, ভাইরাল ভিডিও

এই ঘটনা সামনে আসতেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে

Follow Us :

লখনউ: মদ্যপ অবস্থায় প্রাথমিকের এক শিক্ষক। ক্লাসরুমের চেয়ারে বসে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এমনই ঘটনার সাাক্ষী থাকল উত্তরপ্রদেশ। যোগী রাজ্য়ের হামিরপুর জেলার একটি প্রাথমিক স্কুলের শিক্ষককে দেখা গেল মদ্যপ অবস্থায়। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এই ঘটনা সামনে আসতেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, সোমবার সকালে স্কুলে মদ্যপ অবস্থায় আসেন ওই শিক্ষক। এরপর ক্লাসরুমে যান তিনি। সেখানে চেয়ারে বসে অচৈতন্য হয়ে পড়েন। সেই খবর স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছতেই সেখানে গিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নেশা এতোটাই যে, চেয়ার থেকে উঠতে পারেননি তিনি। আর সেই ঘটনার ভিডিও করেন স্থানীয়রা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের ভিতরে চেয়ারে বসে অচেতন অবস্থায় নেশাগ্রস্ত শিক্ষক। তাঁকে জাগানোর চেষ্টা করছেন কয়েকজন। অনেক ডাকাডাকির পর তাঁর ঘোর কাটে। এরপরই চলে যান স্থানীয়রা।

আরও পড়ুন: সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে বাজি, নির্দেশ মুম্বই হাইকোর্টের

স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই শিক্ষক স্কুলে আসা এটা প্রথম ঘটনা নয়। এর আগেও তাঁকে এমন অবস্থায় দেখা গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অলোক সিং বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular