skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশNarvane: পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার দৌঁড়ে এগিয়ে নরভানে

Narvane: পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার দৌঁড়ে এগিয়ে নরভানে

Follow Us :

নয়াদিল্লি: জেনারেল বিপিন রাওয়াতের (Gen Bipin Rawat) মৃত্যুর (Coonoor Chopper Crash) পর আগামী সপ্তাহে সম্ভবত পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফের (Next Chief Of Defence Staff) নাম ঘোষণা করতে পারে কেন্দ্র৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পরবর্তী সিডিএস-কে বেছে নিতে সরকার একটি প্যানেল তৈরি করতে পারে৷ এর পর তিন বাহিনীর সুপারিশ ওই প্যানেলের কাছে জমা পড়বে৷ তাঁদের মধ্যে থেকে একজনকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে মনোনীত করবে প্যানেল৷ সেই নাম সুপারিশ হিসেবে পাঠানো হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) কাছে৷ চূড়ান্ত অনুমোদন দেবে ক্যাবিনেটের নিয়োগ কমিটি৷ তার পরই রাওয়াতের উত্তরসূরি হিসেবে দায়িত্ব তুলে নেবেন নতুন সিডিএস৷

দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার দৌঁড়ে অন্যানদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে৷ এর কারণ প্রধানত দুটি৷ তিন বাহিনীর মধ্যে এই মুহূর্তে নরভানে সবচেয়ে প্রবীণ সেনা অফিসার৷ আগামী বছর এপ্রিল মাসে সেনাপ্রধান হিসেবে তিনি অবসর নেবেন৷ সূত্রের অবসরের আগেই নরভানে সিডিএস হিসেবে দায়িত্ব তুলে নেবেন৷ জেনারেল রাওয়াতের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ করতে চায় কেন্দ্র৷ দু’বছর আগে তৈরি এই পদটির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে৷ তার উপর জেনারেল রাওয়াত পদটির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছিলেন তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে৷ তাই এই পদটি বেশিদিন ফাঁকা রাখা যাবে না৷

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিডিএস হওয়ার ক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনও মাপকাঠি নেই৷ সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জ কড়া হাতে মোকাবিলা করাই প্রধান বিবেচ্য ৷ কিন্তু প্রাথমিক যোগ্যতা একটা দরকার ৷ কী সেই যোগ্যতা? পদাতিক, বায়ুসেনা এবং নৌবাহিনীর যে কোনও কম্যান্ডিং অফিসার এই পদের জন্য বিবেচ্য হতে পারেন৷ সেনাকর্তাদের মধ্যে সবথেকে প্রবীণ অফিসারদের কাউকে সরকার এই পদের জন্য বিবেচনা করতে পারে৷ তবে ৬২ বছর পর্যন্ত অথবা তিন বছর এই পদে থাকতে পারেন একজন সিডিএস৷

আরও পড়ুন: Nagaland Killings: সংসদে মিথ্যে বিবৃতি, অমিতের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ মিছিল নাগাল্যান্ডে

RELATED ARTICLES

Most Popular