skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশGorakhnath Temple: গোরক্ষনাথ মন্দিরে হামলায় ধৃত যুবকের ভিডিয়ো ফাঁস, সিএএ-এনআরসি নিয়ে বিরক্ত...

Gorakhnath Temple: গোরক্ষনাথ মন্দিরে হামলায় ধৃত যুবকের ভিডিয়ো ফাঁস, সিএএ-এনআরসি নিয়ে বিরক্ত ছিলেন আব্বাস

Follow Us :

লখনউ: উত্তরপ্রদেশে গোরক্ষনাথ মন্দিরের বাইরে হামলার ঘটনায় ধৃতের চাঞ্চল্যকর বয়ান সামনে এসেছে। সংবাদ মাধ্যমে সেই ভিডিয়ো সম্প্রচার করা হয়েছে। ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিয়োর শব্দ-গুন বা সাউন্ড কোয়ালিটি খারাপ। কলকাতা টিভি ডিজিটাল এই ভিডিয়োর সত্যতা খতিয়ে দেখেনি। তাতেও ধৃত আহমেদ মুর্তজা’র বয়ান মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। দাবি করা হয়েছে, আহমেদ মুর্তজা নাগরিকপঞ্জী সংশোধনী আইন বা সিএএ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। সিএএ-এনআরসি’র নামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ‘জুলুম’ হয়েছে বলে মনে করেন আহমেদ মুর্তজা।

রবিবার রাতের ঘটনা। উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরের বাইরে ছুরি হাতে এক যুবককে দৌড়তে দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্মীর উপরও চড়াও হয় ওই যুবক। যদিও কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যায় ওই হামলাকারী। জানা যায় ধৃতের নাম আহমেদ মুর্তজা। মুম্বইয়ের আইআইটি প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়রের স্নাতক। যুবকের পরিবারের দাবি করে আব্বাস মানসিক ভারসাম্যহীন৷ উত্তরপ্রদেশ পুলিস অবশ্য কোনও ঝুঁকি নেয়নি। তদন্তভার তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখাকে৷

আপাতত উত্তরপ্রদেশ এটিএস হেফাজতেই রয়েছেন ধৃত আব্বাস মুর্তজা। আজ, বৃহস্পতিবার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োটি এটিএস থেকেই ফাঁস হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধৃত আব্বাস মুর্তজা মুসলিম সম্প্রদায়ের উপর ‘জুলুম’-এর কথা বলছেন। সিএএ-এনআরসি নিয়ে বলছেন। কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে বলছেন। আব্বাস যে নেপাল গিয়েছিলেন সেই তথ্যও তাঁর বয়ান থেকে জানা গিয়েছে।

আরও পড়ুন: Gorakhnath Temple: গোরক্ষনাথ মন্দিরের বাইরে ধারালো অস্ত্র নিয়ে পুলিসের উপর চড়াও, তদন্তে এটিএস

পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে মুম্বই থেকে ফিরেছিলেন মুর্তজা৷ গত রবিবার গোরক্ষনাথ মন্দিরে যায়৷ সেদিন জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিস বাধা দেয়৷ এরপরই নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হয়৷

RELATED ARTICLES

Most Popular