skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশGorakhnath Temple: গোরক্ষনাথ মন্দিরের বাইরে ধারালো অস্ত্র নিয়ে পুলিসের উপর চড়াও, তদন্তে...

Gorakhnath Temple: গোরক্ষনাথ মন্দিরের বাইরে ধারালো অস্ত্র নিয়ে পুলিসের উপর চড়াও, তদন্তে এটিএস

Follow Us :

লখনউ: হাতে ধারালো অস্ত্র৷ মুখে ধর্মীয় স্লোগান৷ রবিবার রাতে উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্মীর উপর চড়াও হয় সে৷ তাড়া করে স্থানীয়দেরও৷ এর কিছুক্ষণ বাদে ধরা পড়ে যায় ওই যুবক৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যুবকের পরিবারের দাবি, সে মানসিক ভারসাম্যহীন৷ যদিও ঘটনাটিকে হালকাভাবে নিতে নারাজ প্রশাসন৷ তাই সোমবার ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জঙ্গি দমন শাখাকে৷ নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না খতিয়ে দেখবে তারা৷

ঘটনাচক্রে গোরক্ষনাথের ওই মন্দিরের প্রধান পুরোহিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ যিনি গত মাসেই দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷ কাজেই রাজ্যের অন্যতম হাই সিকিউয়রড মন্দিরে ‘হামলার’ ঘটনায় ঘুম উড়েছে পুলিসের৷ পুলিস জানিয়েছে, ধৃতের নাম আহমেদ মুরতাজা আব্বাসি৷ কোনও সাধারণ ছেলে সে নয়৷ ২০১৫ সালে আইআইটি মুম্বই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করে৷ গোরক্ষপুরেই বাড়ি মুরতাজার৷

এমন মেধাবী ছাত্রটি বেশ কয়েকবছর ধরে মানসিকভাবে অসুস্থ বলে দাবি পরিবারের৷ ধৃতের বাবা মহম্মদ মুনির বলেন, ‘২০১৭ সাল থেকে ছেলের মানসিক ভাবে সুস্থ নন৷ যে কারণে তাঁর বিয়েও ভেঙে যায়৷ ও একাই থাকতে চায়৷ চিকিৎসার জন্য অনেক শহরে নিয়ে যাওয়া হয়েছে৷ কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি৷’ পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে মুম্বই থেকে ফিরেছিলেন মুরতাজা৷ তারপর গত রবিবার গোরক্ষপুর মন্দিরে যায়৷ সেদিন জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করেছিল সে৷ কিন্তু পুলিস বাধা দেয়৷ এরপরই নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হয়৷ এতে দুই পুলিস কনস্টেবল আহত হয়৷ ঘটনার নিন্দায় টুইট করেন অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা৷ লেখেন, যোগী সরকারের বিরুদ্ধে মিথ্যা ও ঘৃণায় ভরা খবর পরিবেশন করে যুব সমাজের মন বিষিয়ে দিচ্ছে লিবারেল এবং বামপন্থীরা৷

আরও পড়ুন: Assam Encounter: অসমে এনকাউন্টারে মৃত্যু যৌন নির্যাতনের অভিযোগে ধৃত ব্যক্তির

গোরক্ষপুরের এডিজি অখিল কুমার জানিয়েছেন, ধৃতের কাছ থেকে ফোন ও ল্যাপটপ পাওয়া গিয়েছে৷ একটি টিকিটও মিলেছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ জানার চেষ্টা চলছে, কেন তিনি গোরক্ষপুরের মন্দিরে গিয়েছিলেন? মুম্বইয়ের সঙ্গে কি এই ঘটনার কোনও যোগ রয়েছে? পুলিসের চারটি টিমকে তদন্তে নামানো হয়েছে৷ কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ঘটনায় সন্ত্রাসবাদী যোগও থাকতে পারে৷ তাই এটিএসকেও তদন্তে নামানো হয়েছে৷’

RELATED ARTICLES

Most Popular