skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশLakhimpur Kheri: কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের হুমকি না দিলে লখিমপুরের ঘটনা এড়ানো যেত,...

Lakhimpur Kheri: কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের হুমকি না দিলে লখিমপুরের ঘটনা এড়ানো যেত, মত এলাহাবাদ হাইকোর্টের

Follow Us :

লখনউ: উত্তরপ্রদেশে লখিমপুরে কৃষক হত্যার দায় পরোক্ষে কেন্দ্রীয় মন্ত্রীর ঘাড়েই চাপাল এলাহাবাদ হাইকোর্ট৷ সোমবার চার অভিযুক্তের জামিন বাতিল করে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের হুমকি না দিলে সেদিন হয়তো লখিমপুরে ওই ঘটনা ঘটত না৷ ঘটনা হল, লখিমপুরে কৃষক হত্যার আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি চাষিদের হুমকি দিয়েছিলেন৷ তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে লখিমপুরে জড়ো হয়েছিলেন কৃষকরা৷ এর পাশাপাশি আদালত প্রশ্ন তোলে, ১৪৪ ধারা জারি সত্ত্বেও কেন সেখানে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল? কেনই বা সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি এবং উত্তরপ্রদেশের তৎকালীন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য?

এদিন বিচারপতি দীনেশ কুমার সিং বলেন, উচ্চপদে বসা রাজনীতিকদের প্রকাশ্যে মন্তব্য করার সময় আরও যত্নশীল হওয়া দরকার৷ তাঁদের ভাষা হওয়া উচিত সংযত ও রুচিশীল৷ উচ্চপদে বসে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা তাঁদের পদমর্যাদা ও সম্মানের পক্ষে ভালো নয়৷ পাশাপাশি ১৪৪ ধারা জারি সত্ত্বেও লখিমপুরে ওই সময় রাজনৈতিক নেতাদের জমায়েতের বিষয়টিকে ভালোভাবে দেখেনি আদালত৷ বিস্ময় প্রকাশ করে আদালত জানিয়েছে, ওখানে যে ১৪৪ ধারা জারি রয়েছে, সেটা কি উপমুখ্যমন্ত্রীর জানা ছিল না? এটা তো অভাবনীয়৷ তবে এলাহাবাদ হাইকোর্ট সিটের তদন্তে সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, সিটের তদন্ত অবাধ, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক৷ অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ চার্জশিটে পেশ করতে পেরেছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: KLO Militants Arrested: ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও ‘জঙ্গি’

RELATED ARTICLES

Most Popular