skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeদেশবাঘের সঙ্গে লড়ে ১৫ মাসের ছেলেকে বাঁচালেন মধ্যপ্রদেশের গৃহবধূ

বাঘের সঙ্গে লড়ে ১৫ মাসের ছেলেকে বাঁচালেন মধ্যপ্রদেশের গৃহবধূ

Follow Us :

ভোপাল: বাঘের সঙ্গে লড়ে ১৫ মাসের ছেলেকে বাঁচালেন মধ্যপ্রদেশের গৃহবধূ। বান্ধবগড় টাইগার রিজার্ভের মালা বিটের উমারিয়া জেলার রোহানিয়া গ্রামের ঘটনা। রবিবার সকালে অর্চনা চৌধুরী নামে ওই মহিলা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে যান। আচমকা একটি বাঘ তাঁদের আক্রমণ করে। ছেলেটিকে নিয়ে পালানোরও চেষ্টা করে বাঘটি। সেই সময় বাঘের রীতিমতো লড়াই করেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ছেলে রবিরাজকে বাঁচাতে সক্ষম হন অর্চনা।

মা ও ছেলে প্রাণে বাঁচলেও বাঘের আক্রমণে দু’জনেই জখম হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। উমারিয়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছে অর্চনা, রবিবার। আপাতত তাঁদের প্রাণ সংশয় নেই, হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। জেলা প্রশাসনের শীর্ষকর্তারা জানিয়েছেন, ওই বাঘটির খোঁজে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। জঙ্গল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে মাইকিং করছেন বনকর্মীরা। 

অর্চনা বলেন, বাঘের হাত থেকে ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। গ্রামবাসীরাও সাধ্যমতো সাহায্য করেছেন। তাঁরা বাঘটিকে তাড়াও করেন। যদিও নাগাল পাওয়া যায়নি সেটির। উমারিয়া কালেক্টর সঞ্জীব শ্রীবাস্তব জেলা হাসপাতালে মহিলা ও তাঁর ছেলের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দু’জনকে জব্বলপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বন বিভাগের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।   

RELATED ARTICLES

Most Popular