skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeদেশJharkhand Incident: দাদার মাথা কেটে তুলল সেলফি, গ্রেফতার ভাই

Jharkhand Incident: দাদার মাথা কেটে তুলল সেলফি, গ্রেফতার ভাই

Follow Us :

রাঁচি: ফের নৃশংস খুনের ঘটনা। এবার ঝাড়খণ্ডে দাদার মাথা কেটে দিলেন ভাই। ঝাড়খণ্ডের খুন্তি জেলার মুরহু এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে বচসার তুতো দাদার সঙ্গে ভাইয়ের। এর জেরে মাথা কেটে নিলেন ভাই। সেই কাটা মাথার সঙ্গে সেলফি তুললেন ভাইয়ের বন্ধুরা। রবিবার এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ওই দাদার নাম কানু মুন্ডা (২৪)। তাঁর বাবা দাসাই মুন্ডা গত ২ ডিসেম্বর ছেলের অপহরণের এফআইআর দায়ের করেছিলেন। তিনি জানান, গত ১ ডিসেম্বর থেকেই নিখোঁজ ছিল কানু। ওই দিন মাঠ থেকে কাজ করে ফিরে দাসাই দেখেন কানু বাড়িতে নেই। আশপাশের প্রতিবেশীরা জানান, তাঁর ভাইপো সাগর এবং তাঁর বন্ধুরা এসে কানুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। পরে কানুর খোঁজ শুরু করেও কোনও লাভ হয়নি। ছেলেকে না পেয়ে থানায় অভিযোগ করেন কানুর বাবা।

আরও পড়ুন:Calcutta Medical College: সংসদ নির্বাচনকে ঘিরে তুলকালাম মেডিক্যাল কলেজে, রাতভর ঘেরাও অধ্যক্ষ

ঝাড়খণ্ড পুলিশকর্তা অমিত কুমারের নেতৃত্বে একটি দল ঘটনার তদন্তে নামে। মূল অভিযুক্ত সাগর এবং তাঁর স্ত্রী-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কানুর সন্ধান পায় পুলিশ। এরপর পাশের এক জঙ্গল থেকে কানুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কানুর মাথাটি ছিল দেহের থেকে ১৫ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানুকে মারার পর তাঁর কাটা হয়। এমনকী কানুর কাটা মাথার সঙ্গে তারা সেলফিও তোলেন। জেরা করে পুলিশ তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল ফোন, ২টি ধারালো অস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে আরও খবর, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। দুই পরিবারই ছিল আদিবাসী। এর জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেদিকও খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular