skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsRana Ayyub: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সাংবাদিক রানা আয়ুব

Rana Ayyub: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সাংবাদিক রানা আয়ুব

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  সাংবাদিক রানা আইয়ুবকে শর্ত সাপেক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। যাকে গত সপ্তাহে লন্ডনে ফ্লাইট ধরার আগেই আটক করা হয়েছিল।

গত সপ্তাহে লন্ডন যাওয়ার আগেই মুম্বইয়ে আটক করা হয় বিশিষ্ট সাংবাদিক রানা আয়ুব৷ তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা আটক করেন৷ কারণ, রানা আয়ুবের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে৷ ইডির এই আটককে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন রানা। সেই মামলায় কিছু ক্ষেত্রে রানা আয়ুবকে কিছু ক্ষেত্রে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয় আদালত।

গত মঙ্গলবার লন্ডনে যাচ্ছিলেন রানা৷ যাওয়ার জন্য মুম্বই বিমানবন্দরে উড়ানে ওঠার আগেই তাঁকে আকট করেন ইডি আধিকারিকরা৷ একজন ইডি আধিকারিক জানান, তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই লুক আউন সার্কুলার জারি করা হয়।

আটক হওয়ার পরপরই ক্ষোউ উগরে দিলেন রানা আয়ুব৷ তিনি টুইটে লেখেন, ‘লন্ডনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টস-এ একটা অনুষ্ঠান ছিল। সেখানে যাচ্ছিলাম। সেখান থেকে ইটালি যাওয়ার কথা। সেখানে জার্নালিজম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আমাকে আটকে দেওয়া হল।’

আরও পড়ুন-Rampurhat Violence CBI: টোটো বাইকের তথ্য সংগ্রহে পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখল সিবিআই

গত ফেব্রুয়ারিতে সাংবাদিক রানা আয়ুবের ১.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। কেন্দ্রীয় সংস্থার তরফে বলা হয়, রানা আয়ুব পূর্ব পরিকল্পিত উপায়ে সাধারণ মানুষের জন্য পাঠানো টাকা নিয়ে প্রতারণা করেছেন। তাঁর ও পরিবারের অন্যান্য সদস্যের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি এই আর্থিক প্রতারণা করেছেন বলে অভিযোগ।

 

RELATED ARTICLES

Most Popular