skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsRahul Gandhi: পাকিস্তান-চীনকে জোটবদ্ধ হতে সাহায্য করেছে মোদি সরকার, অভিযোগ রাহুলের

Rahul Gandhi: পাকিস্তান-চীনকে জোটবদ্ধ হতে সাহায্য করেছে মোদি সরকার, অভিযোগ রাহুলের

Follow Us :

নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্রের মোদি সরকারকে (Narendra Modi) কড়া আক্রমণ করলেন৷ মোদিকে দায়ী করে রাহুলের অভিযোগ, ‘‘পাকিস্তান ও চীনকে একত্রে হতে সাহায্য করেছেন মোদি৷’’ একই সঙ্গে জম্মু-কাশ্মীরের একাধিক কৌশলগত ভুল তুলে ধরেন রাহুল৷ বুধবার কার্যত একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন রাহুল৷

তাঁর অভিযোগ, ভারত চারদিক থেকে প্রতিপক্ষ দ্বারা বেষ্টিত এবং কার্যত বিচ্ছিন্ন। তিনি বলেন, ‘‘ “আমাদের দেশ বাইরে এবং ভিতরে ঝুঁকির মধ্যে রয়েছে। যেটা আমি বা আমরা কেউই পছন্দ করি না৷ আমরা এটা নিয়ে উদ্বিগ্ন৷’’রাহুলের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর৷ তিনি টুইটারে কংগ্রেস নেতার দুটি অভিযোগের জবাব দিয়েছেন৷

রাহুলের অভিযোগ ছিল, ‘‘ভারতের কৌশলগত লক্ষ্য হওয়া উচিত ছিল চীন এবং পাকিস্তানকে আলাদা রাখা। কিন্তু আপনি (মোদি) যা করেছেন তা হল তাদের একত্রিত করা। আমরা যা সম্মুখীন হচ্ছি তা অবমূল্যায়ন করবেন না। এটি ভারতের জন্য একটি গুরুতর হুমকি’’৷ ৩৭০ ধারা প্রত্যাহারের কথা উল্লেখ না করলেও রাহুল আরও বলেন, ‘‘আমরা জম্মু ও কাশ্মীরে একটি “বিশাল কৌশলগত ভুল” করেঠি৷’’  এই অভিযোগের পাল্টা বিদেশমন্ত্রী জয়শঙ্কর কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন চীন ও পাকিস্তান একসঙ্গে কাজ করার উদাহরণ তুলে ধরেন।

আরও পড়ুন-রাজার হুকুমে দেশ চলছে, ২৩ কোটি মানুষকে গরিব করে দেওয়া হয়েছে, কেন্দ্রকে তোপ রাহুলের

কংগ্রেস সাংসদের আরও দাবি, ‘‘চলতি বছর প্রজাতন্ত্র দিবসে কোনও বিদেশি অতিথি ছিল না৷ কারণ, আমাদের দেশ “সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এবং বেষ্টিত। আমরা নেপাল, আফগানিস্তান, চীন দ্বারা ঘিরে আছি৷যা ভারতের জনগণের বিরুদ্ধে একক বৃহত্তম অপরাধ” বলে অভিহিত করেছেন রাহুল।ডাঃ জয়শঙ্কর অন্য একটি টুইটে স্পষ্ট করেন, মহামারীর কারণে বিদেশী অতিথিরা শারীরিকভাবে উপস্থিত ছিলেন না এবং তারা ২৭শে জানুয়ারী ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করেছিলেন। এরপরই রাহুল গান্ধীকে আক্রমণ করে লেখেন, ‘‘যারা ভারতে থাকেন, তারা জানেন যে আমরা মহামারীর মধ্যে আছি।’’

RELATED ARTICLES

Most Popular