skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsCongress eviction notice : ভাড়া বাকি সোনিয়ার সচিবের, বাংলো খালি করার নোটিস...

Congress eviction notice : ভাড়া বাকি সোনিয়ার সচিবের, বাংলো খালি করার নোটিস পেল কংগ্রেস

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কংগ্রেসকে দিল্লির আবাসন খালি করার নোটিস পাঠানো হল। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে এস্টেট অধিদফতর (DoE) নতুন দিল্লির C-II/109 চাণক্যপুরীর বাংলো খালি করতে উচ্ছেদ নোটিস পাঠিয়েছে।

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নথি অনুসারে, রাজধানী দিল্লিতে C-II/109 চাণক্যপুরীর বাংলোটি কংগ্রেস পার্টিকে দেওয়া হয়েছিল। যে বাংলাতে বর্তমানে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সেক্রেটারি ভিনসেন্ট জর্জ বসবাস করছেন।

গত ২৫ মার্চ ডিওই কর্তৃপক্ষের পাঠানো উচ্ছেদ নোটিসের কপি সংবাদ সংস্থা এএনআইয়ের হাতে পৌঁছেছে। তাতে, উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট ঠিকানার বাংলোটি দখল করে আছেন সোনিয়া গান্ধীর সেক্রেটারি ভিনসেন্ট জর্জ। এর আগেও নোটিস পাঠানো হয়েছিল বাংলোটি খালি করতে। কিন্তু বাংলোটি খালি না হওয়ায় আবারও নোটিস পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে।

কারণ, দর্শাতে নিজে অথবা প্রতিনিধি পাঠিয়ে আগামী তিন দিনের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন বাংলো খালি করা হবে না বা বাংলো খালি করার নোটিস পাঠানো হবে না-ইত্যাদি বিষয়ে যথাযথ উত্তর নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, কারণ দর্শাতে ব্যর্থ হলে অথবা নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এখানেই শেষ নয়। বিপুল পরিমাণ সম্পত্তি ভাড়া বাকি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। নোটিসে উল্লেখ প্রায় ৩.০৪ কোটি টাকা বকেয়া রয়েছে। সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব ভিনসেন্ট জর্জের দখলে থাকা চাণক্যপুরীর C-ll/109 বাংলোর শেষ ভাড়া দেওয়া হয় ২০১৩ সালের অগস্টে।

আরও পড়ুন-Shasan Bombing: শাসনে গোষ্ঠীদ্বন্দ্বেই ফাঁসানো হয়েছে ধৃতদের, দাবি পরিবারের

এর আগে গত ফেব্রুয়ারিতে, কংগ্রেস অফিস, সোনিয়া গান্ধীর সরকারী বাসভবন এবং তাঁর সচিবের দখলে থাকা বাসভবন সহ তিনটি সম্পত্তির বকেয়া ভাড়া এবং বকেয়া পরিশোধ করার জন্য কেন্দ্রীয় সরকার কংগ্রেস পার্টিকে নোটিস পাঠিয়েছিল।

RELATED ARTICLES

Most Popular