skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরShatrughan Sinha: মিঠুন এখনও রাজনীতিতে আছেন? অগ্নিমিত্রার সমর্থনে মহাগুরুর প্রচার নিয়ে প্রশ্ন...

Shatrughan Sinha: মিঠুন এখনও রাজনীতিতে আছেন? অগ্নিমিত্রার সমর্থনে মহাগুরুর প্রচার নিয়ে প্রশ্ন শত্রুঘ্নর

Follow Us :

আসানসোল: অগ্নিমিত্রার সমর্থনে মিঠুনের ভিডিয়ো বার্তা নিয়ে শনিবারই তোপ দেগেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর আজ, রবিবার একই ইস্যুতে মিঠুনকে কটাক্ষ করলেন আসানসোল লোকসভার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অগ্নিমিত্রার সমর্থনে মিঠুন তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, ‘আমি কথা বলছি আপনাদের মেয়ে, আপনাদের বোন, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জন্য। তিনি চান মানুষের সেবা করতে, মানুষের পাশে দাঁড়াতে।’ এর পালটা শত্রুঘ্নর কটাক্ষ, উনি এখনও রাজনীতিতে আছেন? মিঠুনকে শুভেচ্ছাও জানান বিহারিবাবু।

বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ পদ ছাড়ার পর সেখানে উপনির্বাচন হচ্ছে। বিজেপি ওই কেন্দ্রে প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে। গত বিধানসভা ভোটের আগে মিঠুনকে বিজেপির হয়ে প্রচারে দেখা গিয়েছিল। বেশ কয়েক জায়গায় প্রচারে গিয়ে নিজেকে জাত গোখরো হিসেবে দাবি করেছিলেন তিনি। বিজেপির এক ছোবলে বঙ্গ থেকে তৃণমূল সাফ হয়ে যাবে বলেও গেরুয়া-মঞ্চ থেকে দাবি করতে শোনা যায় মহাগুরুকে। ভোটের ফল প্রকাশ হয়েছে।

আরও পড়ুনShatrughan Sinha: আসানসোলে ভোট প্রচারে মাদল বাজিয়ে নাচলেন শত্রুঘ্ন

বিজেপি বাংলা থেকে একপ্রকার মুছে গিয়েছে। আশ্চর্যজনক ভাবে তার পর থেকে মিঠুনকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিজেপির হয়ে প্রচার করতেও শোনা যায়নি তাঁকে। প্রায় একবছর পর ফের একবার বিজেপির হয়ে প্রচার করতে দেখা গেল মিঠুনকে। আর তার পরই মিঠুনকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক চাপে মিঠুন এমন কাজ করছেন বলে মন্তব্য করে কুণাল ঘোষের কটাক্ষ, লোকে দেখে শেখে, ঠেকে শেখে। কিন্তু মিঠুনদা তো দেখেও শিখছেন না, ঠেকেও শিখছেন না। মিঠুনদার রাজনৈতিক ভূমিকাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন।

RELATED ARTICLES

Most Popular