ওয়েব ডেস্ক: বিহারের (Bihar) দ্বারভাঙায় (Dwarbhanga) মর্মান্তিক দুর্ঘটনা। মহরমের (Maharam) মিছিলে অগ্নিকাণ্ডের ঘটনা। । মহরমের তাজিয়া হাইটেনশনের (High-Tension) তারের সংস্পর্শে এসেই বড় দুর্ঘটনা। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। এবং কমপক্ষে ৫০ জন জখম হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আজ মহরম। যা ঘিরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠানই পরিনত হল বিপদে। মহরমের অনুষ্ঠানে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। হাইটেনশনের তাঁরে তাজিয়ে লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিহারের দারভাঙায় এই ঘটনায় বিপত্তি। বহু মানুষ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন। তাদের দগ্ধ অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন : হড়পা বান ও ভূমিধসে ভয়ঙ্কর হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ৭৫
সম্প্রতি, বহু ধর্মীয় অনুষ্ঠানের দুর্ঘটনার ছবি স্পষ্ঠ। মহাকুম্ভের স্নানযাত্রায় দেখা গিয়েছে, ভিড়ের চাপে বহু মানুষের মৃত্যু। এরপর পুরীর রথযাত্রার অনুষ্ঠানেও মানুষের হুড়োহুড়িতে মৃত্যু হয় তিনজনের। তারপর এদিন বিহারের দারভাঙায় মহরমের অনুষ্ঠানেও অগ্নিকাণ্ডের ঘটনা। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
দেখুন খবর :