Saturday, June 29, 2024

HomeScrollদখলমুক্তি অভিযান নিয়ে বৃহস্পতিবার নবান্নে ফের বৈঠক মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee

দখলমুক্তি অভিযান নিয়ে বৃহস্পতিবার নবান্নে ফের বৈঠক মুখ্যমন্ত্রীর

হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামবে বিজেপি, বিশেষ গোষ্ঠীকে মদত দেওয়ার জন্য এই অভিযান, অভিযোগ শুভেন্দুর

Follow Us :

কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধমক খাওয়ার পর রাজ্য জুড়ে দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের অভিযান শুরু হয়েছে। সঙ্গে চলছে বেআইনি হকার উচ্ছেদ অভিযানও। তা আরও জোরদার করার জন্য আগামিকাল বৃহস্পতিবার নবান্নে (Nabanna) ফের বৈঠক (Meeting) ডাকলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জেলাশাসক, বিভিন্ন দফতরের আমলা, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, অভিযানের পদ্ধতিতে বদল ঘটাতে হবে কি না, তা চালাতে গিয়ে কোনও বাধার মুখে পড়তে হচ্ছে কি না, সেসব নিয়ে পর্যালোচনা হবে ওই বৈঠকে।
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার অভিযোগ করেন, রাজ্য সরকার বেছে বেছে কয়েকটি জায়গায় দখলমুক্তি অভিযান চালাচ্ছে। একটি বিশেষ গোষ্ঠীকে মদত দেওয়ার জন্যই এই কাজ করা হচ্ছে। শুভেন্দুর দাবি, লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে শাসকদলের ভোট কমে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রী রেগে গিয়েছেন। ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে তিনি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে কোনও আগাম নোটিস না দিয়ে। এই অভিযান বন্ধ না করলে শুক্রবার থেকে বিজেপি রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নামবে বলে তিনি জানান। বিরোধী নেতা বলেন, হকারদের পাশে বিজেপি থাকবে। বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, সাধারণ মানুষকেও হকারদের পাশে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: সুফল বাংলা ভ্রাম্যমান বিপণন কেন্দ্র বাড়াচ্ছে রাজ্য সরকার

বিরোধী দলনেতা এদিন বলেন, আমরা দখলদারির বিরুদ্ধে। শহরের সৌন্দর্যায়নের পক্ষে। কিন্তু দখলদারির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে যদি গরিব মানুষের পেটে লাথি মারা হয়, তা বিজেপি মেনে নেবে না। সাহস থাকলে সরকার নিউমার্কেট, খিদিরপুর, ধর্মতলা, পার্কসার্কাসে বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান চালাক। মানিকতলা, হাতিবাগান, ভবানীপুর, যদুবাবুর বাজার, বিধাননগরে শুধু অভিযান কেন। শুভেন্দুর দাবি, বৃহস্পতিবারের বৈঠকে পুর প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। আগের দিনের মতো সেখানেও ব্রাত্য তাহেরপুর এবং ঝালদা পুরসভা। তিনি বলেন, এই দুই পুরসভা বিজেপির হাতে নয়, অন্য বিরোধীদের হাতে। তবু আমরা তাদের পাশে আছি।
প্রসঙ্গত, গত সোমবার নবান্নে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, পুলিশ, আমলাদের বৈঠকে মুখ্যমন্ত্রী পুর পরিষেবা নিয়ে তীব্র উষ্মাপ্রকাশ করেন। মমতা বলেন, পুরসভাগুলি শুধু টাকা খাওয়া আর জমি কেনাবেচার আখড়া হয়ে উঠেছে। পরিষেবার দিকে কারও নজর নেই। মানুষ যদি পুর পরিষেবাই না পায়, তাহলে আর পুরসভা রেখে লাভ কী। যত্রতত্র লোক বসে যাচ্ছে। সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে পুরসভা, পুলিশের মদতে। পুলিশ চোখে ঠুলি লাগিয়ে বসে আছে। এই অবস্থা চলতে পারে না। কাজ না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর ধমক খাওয়ার পর বস্তুত সোমবারা রাত থেকেই বিভিন্ন জেলায় পুলিশ এবং স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। মঙ্গলবার এবং বুধবার রাজ্য জুড়ে দখলমুক্তি অভিযান চলে। অনেক জায়গায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
NEET ইস্যুতে উত্তাল, মুলতুবি হলো সংসদ
02:12:46
Video thumbnail
Delhi Airport | প্রবল বৃষ্টি, ছাদ ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের! মৃত ১, আহত ৮
03:02:21
Video thumbnail
NEET কাণ্ড আজ উত্তাল হবে সংসদ তৈরি INDIA জোট
03:29:10
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
03:01:41
Video thumbnail
Sourav Ganguly | South Africa Cricket Team | দক্ষিণ আফ্রিকাকে হুঙ্কার সৌরভের, ফাইনালের আগে কী বললেন?
00:00
Video thumbnail
Rahul Gandhi | Parliament Session | সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধ? কে করলেন বন্ধ?
00:00
Video thumbnail
Parliament session 2024 live | Rahul Gandhi | সংসদে রাহুলের মাইক বন্ধ, তোলপাড় লোকসভা
00:00
Video thumbnail
Mamata Banerjee | টাকার বিনিময় সরকারি জমিতে দোকান! কী বললেন তৃণমূল নেতা
00:00
Video thumbnail
Parliament session 2024 live | Rahul Gandhi | সংসদে রাহুলের মাইক বন্ধ, তোলপাড় লোকসভা
09:03:57
Video thumbnail
Hemant Soren | Mamata Banerjee | হেমন্ত সোরেনের জামিন, কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?
04:36:28