কলকাতা: লটারি দুর্নীতি মামলায় (ED Raid on Lottery Case) বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও মধ্যমগ্রামের তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid )। এদিন সকালে ইডির পূর্বাঞ্চলীয় দফতর থেকে তদন্তকারী একটি দল যায় দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি গোডাউনে হানা দেয়। অপর দুটি দল লেক মার্কেট ও লেক গার্ডেন্স এলাকায় তল্লাশি চালাচ্ছে। লটারির এজেন্টদের বাড়ি ও অফিস তল্লাশি অভিযান চালাচ্ছে বলে সূত্রের খবর।
লটারি দুর্নীতি মামলার তদন্তে দিল্লির সদর দফতর থেকে ইডি আধিকারিকেরা শহরে এসেছেন। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে লটারির একটি গুদামে তল্লাশি চালানো হচ্ছে। দোতলা বিল্ডিংয়ের পুরোটাই ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন এবং দফতর রয়েছে। সেখানেই তল্লাশি চালাচ্ছে। ইডির আধিকারিকেরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত তা জানতে অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর সঙ্গে কারা কারা জড়িত, কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কি না তাও জানতে চায় ইডি। লেক মার্কেট ও লেক গার্ডেন্স এলাকায় তল্লাশি চালাচ্ছে। এখানে লটারির এজেন্টদের বাড়ি ও অফিস বলে সূত্রের দাবি।
আরও পড়ুন: শহরে একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকের ডাক নবান্নে
প্রসঙ্গত, এর আগেও ২০২৩ সালের লটারির বেআইনি টাকার লেনদেনের যোগসূত্র খুঁজতে মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা। অভিযোগ উঠেছিল, প্রকৃত পুরস্কারপ্রাপকদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। আর্থিক অনিয়মেরও অভিযোগ ওঠে।
অন্য খবর দেখুন