skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollদেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের
Hiran-Dev

দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের

দেব গরুচোরের টাকায় সিনেমা বানায়, কটাক্ষ হিরণের

Follow Us :

ঘাটাল: ভোটের মাঠে মুখোমুখি নামার আগেই কলকাতা টিভিতে মুখোমুখি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দেবকে (Dev) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন। নির্বাচনের আগে দেবকে নিশানা করে একের পর এক চ্যালেঞ্জ ছুড়লেন হিরণ। বিজেপির তারকা প্রার্থী হিরণ বলনে, উনি গরুচোরের টাকায় সিনেমা বানান। উনি বলেছিলেন যদি প্রমাণ করতে পারি গরু চুরির টাকায় সিনেমা বানিয়েছেন তাহলে উনি ইন্ড্রাস্ট্রি ছেড়ে দেবেন। সেই প্রমান দেবে অভিনেতা হিরণ। লোকসভা নির্বাচনের এখনও দিনক্ষণ প্রকাশ হয়নি তার আগেই দাসপুরে একটি জনসংযোগ কর্মসূচিতে এসে এমনি বিস্ফোরক মন্তব্য হিরণের।

এই প্রথম এর আগেও হিরণ বাংলা অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হন। নিয়োগ দুর্নীতিতে বনিকে নিশানা করেন হিরণ। এর আগেও দেবকে নিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন হিরণ। গরুপাচার-কাণ্ডে সিবিআই এবং ইডির জেরার মুখে পড়তে হয়েছে দেবকে। সেটা নিয়েও এর আগে কটাক্ষ করেছেন। দেবকে নিশানা করে হিরণ বলেছিল, যে এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন নাকি অভিনেতা। তাঁর কথায় বাচ্চা ছেলে বনিও দুর্নীতিগ্রস্ত।

আরও পড়ুন: প্রার্থী ঘোষণার পরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল রায়নায়

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election2024) ঘাটাল থেকে প্রার্থী হয়ে লড়বেন হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। হিরণের বিপরীতে ভোটে লড়বেন দীপক অধিকারী তথা দেব। ইতিমধ্যেই ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণের নাম নিয়ে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। অপরদিকে, ঘাটালের দুবারের জয়ী দেব। তাই এই বছর লোকসভা নির্বাচনে দেব ভার্সেস হিরণ লড়াইটা হাইভোল্টেজ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular