মালদহ: বিএসএফের (Border Security Force) গুলিতে নিহত এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) কালিয়াচক থানা এলাকার চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কেয়ামতটোলা এলাকায়। ওই নিহতের নাম মামুদ মিয়া ওরফে দুলাল। অভিযোগের তীর বিএসএফের ৭০নম্বর ব্যাটেলিয়নের দিকে। পরিবারের অভিযোগ, শুক্রবার ভোরের দিকে জমিতে কাজ করতে গিয়েছিল দুলাল। ঠিক সেই সময়ই কয়েকজন পাচারকারী ওই সীমানা দিয়েই ফেনসিডিল পাচার করছিল। বিএসএফ জওয়ানদের আসতে দেখে ওই চোরাকারবারিরা পালিয়ে যায়। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঠিক সেই সময় একটি গুলি দুলালের বুকে এসে লাগে। যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College & Hospital)। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মামুদ মিঞাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বছর কুড়ির ওই যুবকের দেহ উদ্ধার হয়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামে আজ সকালেই যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। গ্রামবাসীদের দাবি, প্রায়ই বিএসএফ জওয়ানরা এসে এলাকায় অত্যাচার চালায়। বিএসএফের দাবি, ওই যুবক ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত ছিল। এদিন ভোরে ফেনসিডিল পাচার করতে যাচ্ছিল ওই যুবক এবং তার সঙ্গীরা। জওয়ানদের উপরে চড়াও হলে বিএসএফ গুলি চালায়। এদিন নিহতের বাড়িতে আসেন কালিয়াচকের এসডিপিও আলতাফ রেজা। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী। কালিয়াচকের এসডিপিও আলতাফ রাজা বলেন, ঘটনার তদন্ত চলছে। সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
অন্য খবর দেখুন