নয়াদিল্লি: কাল, সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার অধিবেশন (Parliament Session) । নতুন লোকসভার (Loksabha) প্রথম অধিবেশন বসবে এদিন। প্রোটেম স্পিকার (Protem Speaker) ভর্তৃহরি মহতাবের তত্ত্বাবধানে হবে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিরোধীরা মোদি সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ২৯২ জন, বিরোধী জোট ইন্ডিয়ার ২৩৩ জন এবং অন্যান্য ১৮ সাংসদ শপথ নেবেন। প্রথম শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে লোকসভার দলনেতা ঘোষণা করবেন প্রোটেম স্পিকার। শপথগ্রহণ প্রক্রিয়া চলবে মঙ্গলবার পর্যন্ত। লোকসভার অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন সাংসদ ভর্তৃহরি। সাংসদদের শপথ নেওয়া হয়ে গেলে আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে। ২৭ জুন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
তবে সংসদে শুরুর দিন থেকে ইন্ডিয়া বনাম এনডিএ সংঘাত হতে পারে। প্রোটেম স্পিকারের দায়িত্ব সাধারণত লোকসভার সবচেয়ে প্রবীণ সাংসদকে দেওয়া হবে। মনে করা হয়েছিল এবার এই দায়িত্ব পাবেন কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশ। কিন্তু, তাঁর পরিবর্তে সাত বারের সাংসদ ভর্তৃহরিকে এই দায়িত্ব দেওয়ায় বিতর্ক। প্রোটেম স্পিকার ইস্যুকে হাতিয়ার করে বিরোধী শিবির লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে সংঘাতের পথে যেতে পারে।
আরও পড়ুন: দেশে তিন নতুন আইন কার্যকরের বিরুদ্ধে আন্দোলন আইনজীবীদের
আরও খবর দেখুন