skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollআচমকাই নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি পিছিয়ে গেল

আচমকাই নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি পিছিয়ে গেল

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সংগীত, জারি হল নির্দেশিকা

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একগুচ্ছ কর্মসূচি আচমকাই স্থগিত হয়ে গেল। যা নিয়ে জল্পনা ছড়িয়েছে। নবান্ন (Nabanna) সূত্রের খবর, ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতে (Schedule) যোগদানের কথা ছিল। মুখ্যমন্ত্রী ওই কর্মসূচিতে যাবেন না। গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। মেলার প্রস্তুতি দেখতে বিকল্প দিনের কথা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী ৮-৯ জানুয়ারি তিনি গঙ্গাসাগর যাবেন। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জানিয়েছেন, ৩-৪ জানুয়ারির বলে মুখ্যমন্ত্রী সাগরে আসবেন ৮-৯ জানুয়ারি। জয়নগরে মুখ্যমন্ত্রীর ৪ জানুয়ারি একটি কর্মীসভা করার কথা ছিল। সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে। কেন মুখ্যমন্ত্রীর কর্মসূচি পিছিয়ে দেওয়া হল সেই বিষয়ে অবশ্য সরকারি কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সংগীত। প্রত্যেক বছর পয়লা বৈশাখে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে রাজ্য দিবস পালন করতে হবে। নির্দেশিকা দিয়ে বিভিন্ন জেলাগুলিকে জানানো হল নবান্নের তরফে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সংগীত ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সংগীত। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সংগীত। রাজ্য সংগীতের সময়ও উঠে দাঁড়াতে হবে সকলকে। নির্দেশিকা জারি করলেন মুখ্য সচিব।

আরও পড়ুন: এখনই লোকসভা ভোট হলে তৃণমূল ৩০ আসন পাবে, দাবি জনমত সমীক্ষায়

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular