skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeBig newsপুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার নিহত?

পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার নিহত?

Follow Us :

করাচি: এবার কি মাসুদ আজহারের পালা? এই জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। কারণ, গত ডিসেম্বরে পাকিস্তানে জেলের মধ্যে ২৬/১১ হামলার অন্যতম চক্রী সাজিদ মীর বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আবার গত অক্টোবরে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী মুফতি কায়সের ফারুককে করাচির রাস্তায় গুলিতে ঝাঁজরা করে দিয়েছিল একদল দুষ্কৃতী। পরের মাসে প্রায় একই কায়দায় করাচিতেই গুপ্তঘাতকদের হাতে নিহত হয় জইশ-প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ মৌলানা রহিমউল্লা তারিক। তারপরই জল্পনা শুরু হয়েছিল এবার কি তবে আজহারের পালা?

আরও পড়ুন: বাংলাদেশের নোবেলজয়ী ইউনুসের ৬ মাসের কারাদণ্ড

তবে সেই জল্পনাই সত্যি কি না এখনই বলা সম্ভব নয়। তবে জইশ-ই-মহম্মদ প্রধানের গাড়িতে বিস্ফোরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি বিস্ফোরণে তছনছ হয়ে যাচ্ছে। নেটিজেনদের দাবি, ওই গাড়িতে ছিল মাসুদ আজহার। ভাওয়ালপুরের একটি মসজিদ থেকে আজ ভোর ৫টা নাগাদ ফিরছিল জইশ প্রধান। তখনই ঘটে যায় বিস্ফোরণ। যদিও এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনও স্টেটমেন্ট দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মাসুদ আজহার। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের।

দেখুন অন্য ভিডিও:

RELATED ARTICLES

Most Popular