skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeখেলাবিশ্বকাপ জেতার পর কোনও স্বীকৃতি দেয়নি পিএসজি, প্রাক্তন ক্লাবের প্রতি মেসির বিষোদগার

বিশ্বকাপ জেতার পর কোনও স্বীকৃতি দেয়নি পিএসজি, প্রাক্তন ক্লাবের প্রতি মেসির বিষোদগার

তাঁর মতে এর কারণ, তাঁরা ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিলেন

Follow Us :

কলকাতা: প্রাক্তন ক্লাব পিএসজির (PSG) প্রতি ফের বিষোদগার করলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের পরে তাঁকে কোনওরকম স্বীকৃতি দেয়নি প্যারিসের ক্লাব। মেসি এও বলেন, আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ী স্কোয়াডে তিনিই একমাত্র সদস্য যাঁকে নিয়ে ক্লাবে উদযাপন হয়নি। তাঁর মতে এর কারণ, তাঁরা ফাইনালে ফ্রান্সকে (France) হারিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলেন, “বিষয়টা বোধগম্য। আমি এমন এক জায়গায় যেখানে আমরা আমরা ফাইনাল জিতেছি এবং ফ্রান্স জেতেনি সেটা আমাদের দোষেই। দলের ২৫ জন ছাড়া আমি একমাত্র খেলোয়াড় যে স্বীকৃতি পায়নি। অবশ্য তাতে কোনও সমস্যা নেই।”

আরও পড়ুন: বিশ্বকাপের আগে শারীরিক ও মানসিক বিশ্রামে রোহিত-বিরাট, জানালেন দ্রাবিড়

পিএসজিতে ভালো সময় কাটেনি একথা আগেও বলেছিলেন সাতবারের ব্যালন ডোর (Ballon d’Or) জয়ী। তবে তাঁর মতে, যা কিছু ঘটে তার একটা কারণ থাকে এবং মেসির বিশ্বাস বিশ্বকাপ জেতার জন্যই তাঁর ফরাসি ক্লাবে যাওয়া দরকার ছিল। মেসি বলছেন, “এভাবেই ব্যাপারটা ঘটল। সত্যিটা হল যেমন আশা করেছিলাম তেমন হয়নি। কিন্তু আমি সবসময় বলি, সবকিছুর কারণ আছে। ফ্রান্সে আমি ভালো না খেললেও, ওখানে থেকেই বিশ্বকাপ জেতার সময় এসেছিল।”

 

মেসি বলছেন বটে, বিশ্বজয়ের পর তাঁকে কোনও স্বীকৃতি দেয়নি তাঁর তৎকালীন ক্লাব। কিন্তু কথাটা পুরোপুরি সত্যি নয়। বিশ্বকাপের পর প্রথম বার পিএসজির অনুশীলনে গেলে ক্লাবের সমস্ত খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ মেসিকে গার্ড অফ অনার দিয়েছিলেন। ক্লাবের এক কর্মকর্তা মেসির হাতে স্মারক তুলে দেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বহু বছর ধরে কাঙ্ক্ষিত বিশ্বকাপ জিতেছিলেন লিও মেসি। সেদিনই ট্রফি ক্যাবিনেট সম্পূর্ণ হয় তাঁর। ৩৫ বছর বয়সে তিনি যে জাদু দেখিয়েছিলেন তাতে সম্মোহিত হয়েছিল সমগ্র বিশ্ব। মেসিকে সর্বকালের সেরা হিসেবে ভাবতে যেটুকু সন্দেহ অবশিষ্ট ছিল, বিশ্বকাপ জয়ের পর তাও দূর হয়ে যায়।

 

RELATED ARTICLES

Most Popular