skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeT20 World Cupবাংলাদেশ ক্রিকেটে প্রকাশ্যে সাকিব-তামিম দ্বন্দ্ব

বাংলাদেশ ক্রিকেটে প্রকাশ্যে সাকিব-তামিম দ্বন্দ্ব

Follow Us :

ঢাকা: বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটে ডামাডোল অব্যাহত। সাকিব আল হাসান (Sakib Al Hasan) এবং তামিম ইকবাল (Tamim Iqbal), দেশের দুই তারকা ক্রিকেটারের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হতে আর মাত্র ৯ দিন বাকি, সাকিব-তামিম বিবাদ নিঃসন্দেহে জাতীয় দলের কোনও উপকার করবে না।

ঠিক কী ঘটেছে?

আরও পড়ুন: সেইলিংয়ে রুপোর পদক জিতলেন নেহা

ওপার বাংলার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, চোট সমস্যা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) তামিম জানিয়েছিলেন, বিশ্বকাপে তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পারবেন, তার বেশি নয়। শোনা যাচ্ছে, সাকিব বিসিবিকে পরিষ্কার বলে দিয়েছেন, যদি তামিমের এই দাবি মানা হয় তাহলে তিনি বিশ্বকাপের দলে থাকবেন না। তাঁর জায়গায় অন্য কাউকে নির্বাচন করার কথা বলেছেন। এই খবরের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

 

পিঠের চোটের কারণে এশিয়া কাপে (Asia Cup 2023) খেলতে পারেননি তারকা ওপেনার তামিম। সে সময় অধিনায়কত্বও ছেড়ে দেন তিনি। চলতি নিউজিল্যান্ড সিরিজে ফিরে এসেছেন এবং দ্বিতীয় ম্যাচে ৫৮ বলে ৪৪ রান করেছেন তিনি। কিন্তু ম্যাচের পরে বলেছেন, পিঠে এখনও অস্বাচ্ছন্দ্য রয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ (টুইটার) বাংলা টাইগার্সের (Bangla Tigers) মিডিয়া ম্যানেজার সইফ আহমেদ লিখেছেন, সোমবার রাতে বিসিবি ভবনে সভাপতির সঙ্গে ছিলেন সাকিব। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সইফ বলেছেন, তামিম বিসিবিকে জানিয়েছেন তাঁকে বিশ্বকাপের দলে রাখা হলে যেন চোটপ্রাপ্ত জেনেই করা হয়। তিনি আরও জানান, পাঁচটি ম্যাচের বেশি খেলতে পারবেন না। একথা শুনেই খেপে গিয়েছেন ওডিআই অধিনায়ক সাকিব। তামিমের দাবি মানা হলে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। সাকিব-তামিম দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত কে জেতে সেটাই দেখার।

RELATED ARTICLES

Most Popular