skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবর'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে পতাকা বাঁধতে গিয়ে মর্মান্তিক পরিণতি ইঞ্জিনিয়ারিং ছাত্রের

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে পতাকা বাঁধতে গিয়ে মর্মান্তিক পরিণতি ইঞ্জিনিয়ারিং ছাত্রের

Follow Us :

আসানসোল: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজ্যগুলি। আমজনতার মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র উদ্দীপনা। বাড়িতে জাতীয় পতাকা টাঙানোরও হিড়িক লেগেছে। এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 

বাড়ির ছাদে তেরঙ্গা বাঁধতে গিয়ে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মৃত ছাত্রর নাম সৌমিক দত্ত। ঘটনায় শোকের ছায়া আসানসোলের কল্যাণপুর হাউজ়িং এলাকায়। স্থানীয় সূত্রের খবর,  স্বাধীনতা দিবসের সকালে বাড়ির ছাদে পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন সৌমিক নামের ওই ছাত্র। জি আই তার দিয়ে জাতীয় পতাকা বাঁধার সময় বাড়ির ছাদের পাশ থেকে যাওয়া ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্র।

এরপর ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর অনিমেষ দাস। তিনি বলেন, বর্ষাকালে হামেশাই বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। ওই ছাত্র জি আই তার দিয়ে পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে। আরও সাবধান হওয়ার প্রয়োজন প্রত্যেককে। 

RELATED ARTICLES

Most Popular