skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাManik Bhattacharya: মানিকের দুই পাসপোর্টের সন্ধান, বিস্মিত বিচারপতির তোপের মুখে সিবিআই

Manik Bhattacharya: মানিকের দুই পাসপোর্টের সন্ধান, বিস্মিত বিচারপতির তোপের মুখে সিবিআই

Follow Us :

কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) দুটি বৈধ পাসপোর্ট রয়েছে, বুধবার আদালতে জানাল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এমন তথ্য পেয়ে বিস্মিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। বিচারপতির প্রশ্ন, এটা কী করে সম্ভব? তিনি বলেন, ছি ছি ছি ছি! এটা কী হচ্ছে? আদালতে সিবিআই আরও জানায়, আমরা কিছু এসএমএস উদ্ধার করতে পেরেছি। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানিকের কাছ থেকে কিছু সূত্র আমরা পেয়েছি। 

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করেন, কতবার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি, শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি আছে জানেন কি? আমি জানি। এটা তো আমি আগেও বলেছি। সব তদন্ত আমি করলে, তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাস কী করেছেন? সিবিআইকে প্রশ্ন বিচারপতি। এদিন সিবিআই আদালতে আবেদন করে, তিন সপ্তাহ পরে আমরা রিপোর্ট পেশ করব। তারপরে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দেওয়া হোক। কিন্তু সিবিআইয়ের এই আবেদন নমাকচ করে দেন বিচারপতি। তিনি বলেন, না, নির্দেশ পরিবর্তন করা হবে না।। এদিন আদালতের নির্দেশ মতো তিনজন আধিকারিকের নাম জমা দেয় সিবিআই। কিছুদিন পর নতুন তদন্তকারী আধিকারিকের নাম জানাবে আদালত। 
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও মন্তব্য, দিদি সামলাতে পারছেন না একা। 

আরও পড়ুন:Union Budget 2023: সরকারি কাজে প্যান কার্ডই মূল পরিচয় পত্র! জানালেন অর্থমন্ত্রী 

এত দুর্বৃত্ত চারপাশে থাকলে সামলাবেন কী করে? আজই মানিক ভট্টাচার্যর দুটো পাসপোর্টের হদিশ পাওয়া গিয়েছে। লজ্জার বিষয় এটাই যে এখনও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফিরে এসে আবার এসব শুরু করবেন। লন্ডনে তাঁর বাড়ির পাশে এমন একজনের বাড়ি আছে যিনিও একজন রাজনৈতিক নেতা। রাজ্যটা কি এভাবে নষ্ট হয়ে যাবে?

RELATED ARTICLES

Most Popular