skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: দেউচা পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ, বললেন মমতা

Mamata Banerjee: দেউচা পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ, বললেন মমতা

Follow Us :

কলকাতা: দেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লা খনির জন্য জমি দিলেই মিলবে চাকরি। কয়েক দিন আগেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকেও ফের একবার দেউচা পাঁচামির পুনর্বাসন প্যাকেজ নিয়ে মুখ খুললেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, জমিদাতাদের সঙ্গে কথা বলেই পুনর্বাসনের প্যাকেজ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এটাই দেশের সেরা পুনর্বাসন প্রকল্প।

যাঁরা জমি দেবেন, তাঁদের পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী রাজ্য সরকারের সিনিয়র ও জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। এই প্রকল্পে জমি দেওয়ার জন্য মোট ৫১০০ জনকে চাকরি দেওয়া হবে। এ জন্য নতুন পদ তৈরি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই দেউচা পাঁচামি প্রকল্পের জন্য আদিবাসীদের ১৩৯ জন জমি দিয়েছেন। সরকারের হাতে বর্তমানে ১ হাজার একর জমি রয়েছে। সেই জমিতেই প্রথমে কাজ শুরু হবে।

বীরভূমের মহম্মদবাজারের দেউচা-পাঁচামি, দেওয়ানগঞ্জ-হরিনসিংগাতে কয়লা খনি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য৷ ওখানে কয়লা খনি গড়ে উঠলে সেটাই হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি৷ রাজ্য সরকার আগেই জানিয়েছে, সেখানে বিপুল মানুষের কর্মসংস্থান হবে৷ আনুষঙ্গিক শিল্প গড়ে উঠবে৷ প্রচুর মানুষ উপকৃত হবেন৷ এদিকে, কয়লা খনির তৈরির জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন৷ তবে, সিঙ্গুরের মতো জোর করে জমি অধিগ্রহণ হবে না।

আরও পড়ুন: Mamata Banerjee: দুর্নীতি রুখতে সীমান্তের ট্রাক টার্মিনাসের দায়িত্বে পরিবহণ দফতর, ঘোষণা মমতার

RELATED ARTICLES

Most Popular