skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাKolkata Police on Suvendu Adhikari: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিল কলকাতা পুলিশ

Kolkata Police on Suvendu Adhikari: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিল কলকাতা পুলিশ

Follow Us :

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা(Opposition Leader) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমস্ত অভিযোগ উড়িয়ে দিল কলকাতা পুলিশ। মঙ্গলবার শুভেন্দু অভিযোগ করেন, নবান্ন অভিযান ঘিরে তাঁকে মহিলা পুলিশ দিয়ে হেনস্তা করা হয়েছে। মহিলা পুলিশ দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর)(Joint Commissioner of Police(Head Quarter)) শুভঙ্কর সিনহা সরকার(Subhankar Sinha Sarkar) বলেন, যে জায়গা থেকে বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে, সেখানে কোনও মহিলা পুলিশ কর্মী ছিলেন না। তাহলে কী করে মহিলা পুলিশ দিয়ে তাঁকে গ্রেফতার করা হবে। কী করেই বা তাঁকে মহিলা পুলিশ হেনস্তা করল। পুলিশ কর্তার দাবি, ঘটনাস্থলে ডিসি সাউথ আকাশ মেঘারিয়া(DCP South Aakash Megharia), ডিসি সাউথ ২ বুদ্ধেদব মুখোপাধ্যায়ের(DCP South 2 Buddhadeb Mukherjee) মতো পদস্থ অফিসাররা ছিলেন। কোনও মহিলা পুলিশ কর্মী ঘটনাস্থলে ছিলেন না।

আরও পড়ুন: বেলুন ফুটো হয়ে গিয়েছে, বিজেপির নবান্ন অভিযান নিয়ে মমতার কটাক্ষ

এদিন সাঁতরাগাছির মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল শুভেন্দু, সাংসদ লকেট চট্টোপাধ্যায়(BJP MP Locket Chatterjee), রাহুল সিনহার(Rahul Sinha)। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের(Police training school) সামনে পুলিশ তাঁদের আটকে দেয়। তা নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। শুভেন্দু বলেন, আমাদের গ্রেফতার করুন। পরে তিনি নিজেই প্রিজন ভ্যানে উঠে পড়েন। তাঁর এই আচরণকে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র(TMC spokesperson) কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি বলেন, বিরোধী দলনেতা পুলিশের মুখোমুখিই হতে ভয় পেয়েছেন। শুভেন্দু আলুভাতে নেতা।

এদিন লালবাজারে যুগ্ম নগরপাল (অপরাধ) (Joint Commissioner of Police (Crime) মুরলীধর (Murlidhar Sharma) জানান, নবান্ন অভিযানে ৯০ জন বিজেপি কর্মী(BJP workers), সমর্থককে গ্রেফতার করা হয়েছে। বিজেপির হামলায় দুই অফিসার-সহ ২৭ জন পুলিশ কর্মী জখম হন। মোট ছটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের যে গাড়িতে আগুন লাগানো হয়েছে, তার সঙ্গে জড়িতদের খোঁজ চলছে। অপরাধীদের ধরা হবে।

RELATED ARTICLES

Most Popular