Monday, July 7, 2025
Homeরাজ্যমাইক বাজানোর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ
Pandua

মাইক বাজানোর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ

রাস্তায় ফেলে যুবকের বুকে লাথি, মৃত্যু, গ্রেফতার ২

Follow Us :

হুগলি:  মাইক বাজানোর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে মারার (Pandua Beating Youth) অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। মৃত যুবকের নাম আশিস বাউল দাস। বয়স ২৬ বছর। পান্ডুয়া ব্লকের দ্বারবাসিনী এলাকায় বাড়ি। সূত্রের খবর, পুজোয় মাইক বাজানো নিয়ে বচসা। বচসার জেরে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পাণ্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়।  ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত।

আরও পড়ুন: বিজেপি কর্মীকে হেনস্থা, আগামিকাল বিধানসভার বাইরে ধরনায় বসব: শুভেন্দু

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষহরির পুজো উপলক্ষে এলাকায় বক্স বাজছিল, আর সেখানেই প্রতিবাদ করেছিল আশিস বাবুল দাস। অভিযোগ, এর জেরে বচসা বাধে।  এরপরে কয়েকজন মিলে তার উপর চড়াও হয়ে, তাকে লাথি, ঘুসি মারতে শুরু করে। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে যায় আসিষ। তাকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চুঁচুড়া সদর হাসপাতালে এবং পরে কল্যানী হাসপাতালে চিকিৎসা করা হয় তার। শনিবার রাতে মৃত্যু হয় আশিষ বাউল দাসের।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39