skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollনাবালিকা ছাত্রীর কুরুচিকর ছবি, ভিডিও তোলার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

নাবালিকা ছাত্রীর কুরুচিকর ছবি, ভিডিও তোলার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

ওই গৃহশিক্ষক আবার বিজেপি কর্মী

Follow Us :

পূর্ব বর্ধমান: ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নগ্ন করে ছবি ও ভিডিও তোলার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের (Private Tutor) বিরুদ্ধে। ওই গৃহশিক্ষক আবার বিজেপির (BJP) কর্মী। ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত এলাকাবাসী গৃহশিক্ষকের বাড়ি ভাঙচুর করে। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। এই ঘটনা পূর্ব বর্ধমানের (East Burdwan) জামালপুরের।

আরও পড়ুন: মুক্তি পেয়েই মমতাকে তোপ প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদর

গৃহশিক্ষকের নাম সব্যসাচী মশান বলে জানা গিয়েছে। তাঁর লালসার শিকার ছাত্রীর পরিবার সোমবার থানায় অভিযোগ জানায়। তারপর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন ‘গুণধর’ শিক্ষক তথা বিজেপি কর্মী। সব্যসাচীকে গ্রেফতারের দাবি জানিয়ে এদিন তাঁর বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। ইট পাটকেল ছুড়ে বাড়ির একাংশে ভাঙচুর চালায়।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১১)

নতুন করে অভিযোগ, গৃহশিক্ষকের পরিবার থেকে দু লক্ষ টাকার বিনিময়ে অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নাবালিকার পরিবারকে। অন্তত এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাঁরা স্পষ্ট জানিয়েছেন, কোনও মতেই তারা রফা করা হবে না। এমনকি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে অনড় তাঁরা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular