skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরVisva Bharati University: পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলার দাবিতে ফের উত্তাল বিশ্বভারতী

Visva Bharati University: পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলার দাবিতে ফের উত্তাল বিশ্বভারতী

Follow Us :

বোলপুর: ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী (Visva Bharati University)। এবার পৌষ মেলা করার দাবিতে বিশ্বভারতীর উপাচার্য (Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এসএফআইয়ের (SFI) ছাত্র সংগঠনের সদস্যরা। উপাচার্যের  বাসভবনের মূল দরজা টপকানোর চেষ্টা করেন ছাত্রছাত্রীরা। বিশ্বভারতীর (Visva Bharati University) নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় পড়ুয়াদের।

এবার পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলা করতে হবে এই দাবি নিয়ে বিশ্বভারতীতে (Visva Bharati University) আন্দোলন শুরু করল এসএফআই ছাত্র সংগঠনের (SFI) সদস্যরা। বৃহস্পতিবার সকালেই তাঁরা প্রথমে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই সেখান থেকে ব়্যালি করে উপচার্যের বাসভবনের সামনে এগিয়ে যান। সেখানে তাঁরা প্রথমে স্লোগান দিতে শুরু করেন। একইসঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের যে মূল দরজা, তা টপকানোরও চেষ্টা করা হয়ে থাকে। আর সেখানেই বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি।

আরও পড়ুন:Chingrighata Accident: চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম আট

প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে উপাচার্যের (Vice Chancellor) বিরুদ্ধে কথা বললেই কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রী, অধ্যাপক (Teacher), কর্মীদের। এহেন একাধিক অভিযোগ নিয়ে উপাচার্যের বাড়ির সামনে প্যান্ডেল টাঙিয়ে অবস্থান মঞ্চ গড়ে গত দুসপ্তাহ ধরে লাগাতার অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। এদিন পড়ুয়ারা নতুন করে ফের পৌষ মেলা নিয়ে সোচ্চার হলেন।

RELATED ARTICLES

Most Popular