skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeদেশNetaji 3D Hologram Statue: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Netaji 3D Hologram Statue: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Follow Us :

নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫-তম জন্মবার্ষিকী (Parakram Diwas) উপলক্ষে ইন্ডিয়া গেটে হলোগ্রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্ধারিত সময় ৬টার কিছু পরে সন্ধে ৬টা ৪০ নাগাদ নেতাজি মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, শীঘ্রই এখানে গ্রানাইটের নেতাজির পূর্ণাবয়ব মূর্তি বসবে। এদিন ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালের ‘সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’ও প্রদান করেন মোদি।

ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির জন্য ব্যবহার করা হয়েছে কয়েকটি শক্তিশালী ফোরকে প্রজেক্টর। ৩০,০০০ লুমেন ফোরকে প্রজেক্টরের মাধ্যমে অদৃশ্য হাই গেইন সম্পন্ন ৯০ শতাংশ স্বচ্ছ হলোগ্রাফিক স্ক্রিনে তৈরি করা হয়েছে নেতাজির থ্রিডি অবয়বটি। ইন্ডিয়া গেটের ক্যানোপাইয়ের ভিতরে এই স্ট্যাচু বসানো হচ্ছে। এটি ২৮ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া। যতদিন না সেই গ্র্যান্ড স্ট্যাচু তৈরি হচ্ছে, ততদিন নেতাজির একটি হলোগ্রাম স্ট্যাচু ওই একই জায়গায় বসানো থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু রাষ্ট্রীয় কর্তব্যবোধ জাগ্রত করবে। আমাদের কাজে অনুপ্রেরণা জোগাবে। স্বাধীনতা অর্জন করব, বলেছিলেন নেতাজি। আর আজ ভারত আত্মনির্ভর। সব দিক থেকে আমাদের ব্যবস্থা মজবুত। করোনা কালে দেশের প্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই করেছি। ভারত নিজের ক্ষমতায় লড়াই করেছে। বিপর্যয় মোকাবিলা দেশের সাফল্যের সুবিধা পাচ্ছে প্রতিটি দেশ।

আরও পড়ুন: Netaji Birthday: আমাদের চাপেই দিল্লিতে নেতাজির স্ট্যাচু, খোঁচা মমতার

মোদি বলেন, স্বাধীন ভারতের স্বপ্নপূরণ এখন সময়ের অপেক্ষা। পৃথিবীর কোনও শক্তি সেই স্বপ্নপূরণের লক্ষ্য আটকাতে পারবে না। এর জন্য দেশের ইতিহাস জানতে হবে। কোনও বাধাই আমাদের আটকাতে পারবে না। হয়তো সময় লাগবে, কিন্তু আমরা লড়াই করে যাব। নেতাজিকে সম্মান জানাতে আন্দামানের একটি দ্বীপের নাম তাঁর নামে রাখা হয়েছে। নেতাজির সঙ্গে যুক্ত ফাইল আমাদের সরকার সর্বজনীন করবে।

RELATED ARTICLES

Most Popular