skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশDigital University: অনলাইন পড়াশোনায় উৎসাহ দিতে তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়

Digital University: অনলাইন পড়াশোনায় উৎসাহ দিতে তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়

Follow Us :

নয়াদিল্লি: করোনা অতিমারি সময়ে অনলাইন এডুকেশনে (Online Education) অভ্যস্ত হয়ে উঠেছে স্কুল-কলেজের পড়ুয়ারা৷ গত দেড় বছরের বেশি সময় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যাবতীয় পড়াশোনা এখন স্মার্টফোন-ল্যাপটপেই হচ্ছে৷ করোনার মারণ কামড় কমতেই আবার স্কুল-কলেজ খুলতে শুরু করেছে৷ তাই বলে ঝাঁপ বন্ধ হচ্ছে না অনলাইন পড়াশোনায়৷ বরং পড়াশোনার বিকল্প মাধ্যম হিসেবে অনলাইন এডুকেশনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রহণীয় করে তুলতে উদ্যোগী হল কেন্দ্র৷

দেশে প্রথম তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয় (Digital University)৷ মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করার সময় একথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সেই সঙ্গে শিশুদের জন্য বিশেষ টিভিও আনছে সরকার৷ প্রধানমন্ত্রী ই-বিদ্যায় (PM E-Vidya) শতাধিক চ্যানেল আনা হচ্ছে৷

আজকের বাজেট আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ এদিনের বাজেটকে এভাবেই ব্যাখ্যা করেছেন নির্মলা সীতারমণ৷ তাই বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকেও আধুনিকতার দিশা দেখালেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নয়া উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য তৈরি হবে চ্যানেল৷ পিএম-বিদ্যার অধীনে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদ ২০০টি নয়া চ্যানেল আনা হবে৷ যা পড়ুয়াদের শিক্ষায় সাহায্য করবে৷’

আরও পড়ুন: Union Budget 2022: ৬০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে নির্মলা

RELATED ARTICLES

Most Popular