skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরBengal Civic poll 2022: জলপাইগুড়িতে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে মনোনয়নে বাধা পুলিসের

Bengal Civic poll 2022: জলপাইগুড়িতে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে মনোনয়নে বাধা পুলিসের

Follow Us :

জলপাইগুড়ি: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার জলপাইগুড়িতে৷ তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গেলেও বাধে বিপত্তি। ১ নম্বর ওয়ার্ডে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।

অভিযোগ, তাঁকে মনোনয়নপত্র পেশ করতে বাধা দেওয়া হয়। এমনকী পুলিস মলয় বন্দ্যোপাধ্যায়কে শিলিগুড়ি সদর মহকুমাশাসকের অফিসে ঢুকতেও বাধা দেয়।

এই নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। পুলিসের সঙ্গে প্রার্থী ও অনুগামীদের ধস্তাধস্তিও চলে সদর মহকুমা শাসকের দফতরের সামনে। যদিও ঠিক কী কারণে পুলিস মলয় বন্দ্যোপাধ্যায় (শেখর) কে মনোনয়নপত্র জমা করতে বাধা দেয় তা জানা যায়নি।

মলয় বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়ি যুব তৃণমুল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নির্দেশে পুলিস তাঁকে মনোনয়নপত্র জমা করতে বাধা দিয়েছে। কারণ তিনি এই ওয়ার্ডে নির্দলে দাড়ালে তৃণমূল প্রার্থী হেরে যাবেন।

মলয়ের আরও অভিযোগ, তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম থাকলেও ঘোষণার ৩০ মিনিট পরে ফের আর একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় তাঁর নাম বাদ দিয়ে প্রার্থী করা হয় সৈকতের অনুগামী নীলম শর্মাকে।

এদিন মনোনয়নে বাধা পাওয়ার পর আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন মলয়। তাঁর আইনজীবী পার্থ চৌধুরী জানান, হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- Bankura BJP MLA: বাঁকুড়ার ‘বিদ্রোহী’ বিধায়ককে পুরভোটে টিকিট দিল না বিজেপি

এই বিষয়ে যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, মলয় বন্দ্যোপাধ্যায় (শেখর) এর আগেও বেশ কয়েকবার ভোটে লড়াই করেছেন। তিনি হেরেও গিয়েছেন। সেই কারণেই তাঁকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় দল।

RELATED ARTICLES

Most Popular