skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনআইপিএল মেগা নিলামে এবার কেকেআর প্রতিনিধি শাহরুখ পুত্র

আইপিএল মেগা নিলামে এবার কেকেআর প্রতিনিধি শাহরুখ পুত্র

Follow Us :

মাদক বিতর্ককে পিছনে ফেলে ২০২২ সালের আইপিএল মেগা নিলামে কে কে আর এর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। সঙ্গী সুহানা। আজ বেঙ্গালুরুতে গোটা দেশের নজর থাকবে কোন তারকা ক্রিকেট ক্রিকেটারকে কত টাকার বিনিময় ফ্র্যাঞ্চাইজিগুলি নিজের দলে টানে তার দিকে। এই মেগা নিলামে অংশগ্রহণ করবে দশটি ফ্র্যাঞ্চাইজি। সেখানেই কলকাতার নাইট রাইডার্স এর প্রতিনিধিত্ব করবেন শাহরুখপুত্র আরিয়ান খান ও কন্যা সুহানা খান। মাদক কাণ্ডে নাম জড়ানোর পর জেল থেকে ছাড়া পেয়ে এই প্রথমবার জনসমক্ষে তাঁকে দেখা গেল। এনসিবি দফতরে হাজিরা দেওয়ার ছাড়া আরিয়ান কে জনসমক্ষে এর আগে দেখা যায়নি। আজ প্রথম মন্নাত ছেড়ে বাবা শাহরুখ খানের দল তৈরি করতে আরিয়ানকে এগিয়ে আসতে দেখা যাবে। থাকছেন কেকেআরের যৌথ কর্ণধার জুহি চাওলা ও তাঁর মেয়ে জাহ্নবীও। প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে আরিয়ান অবশ্য নিলামে একবার অংশগ্রহণ করেছিলেন। আরিয়ানের ক্রিকেটের প্রতি যথেষ্ট আকর্ষণ রয়েছে। তবে এবারের নিলামে তার অংশগ্রহণ অন্য মাত্রা এনে দিয়েছে। মাদক বিতর্ককে পিছনে ঠেলে ফেলে আবার লাইমলাইটে আরিয়ান। প্রায় মাস পর জেলে বন্দী থাকার পর বাবার তৈরি ক্রিকেট মঞ্চের হাত ধরেই নতুন করে আরিয়ানকে জনসমক্ষে দেখা যাবে।

RELATED ARTICLES

Most Popular