skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাMadhyamik Exam 2022: ফের পুরনো আবহে মাধ্যমিক, গণ টোকাটুকি রুখতে ৭ জেলায়...

Madhyamik Exam 2022: ফের পুরনো আবহে মাধ্যমিক, গণ টোকাটুকি রুখতে ৭ জেলায় বন্ধ নেট-এসএমএস

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ফের পুরনো আবহেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা  (Madhyamik Exam 2022)।করোনার পর আবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে রেগুলার পরীক্ষার্থী হিসেবে মাধ্যমিক দেবে ৪ লক্ষ ৯৬ হাজার ৮৯০ জন ছেলে ও ৬ লক্ষ ২১ হাজার ৯৩১ জন মেয়ে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।করোনা বিধি মেনে পরীক্ষার্থীদের দূরে দূরে বসার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষা দিতে বসতে দেওয়া হবে না। তার জন্য স্কুলের পক্ষ থেকেও মাস্ক রাখা হবে।

সব থেকে উল্লেখযোগ্য হল, পরীক্ষা চলাকালীন গণ টোকাটুকি রোধে কয়েকটি জেলায় মোবাইল ও নেট পরিষেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙে পরীক্ষার দিনগুলিতে বেলা ১১টা থেকে  সওয়া ৩টে পর্যন্ত নেট ও মোবাইল পরিষেবা বন্ধ থাকবে।আগামী ৭,৮,৯,১১,১২,১৪,১৫ এবং ১৬ মার্চ এই ব্যবস্থা বজায় থাকবে।

ইতিমধ্যেই বিভিন্ন সেন্টারে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে।ব্যস্ত রয়েছেন বিদ্যালয়ের কর্মীরাও।কারণ করোনা বিধি মেনে স্কুলগুলিতে পরীক্ষার ব্যবস্থাপনা গ্রহণের নির্দেশ দিয়ে রাজ্য শিক্ষা দফতর।

আরও পড়ুন IMA President Election: আইএমএ-র বিতর্কিত ভোটে জয়ী নির্মলই

নির্দেশিকায় বলা হয়েছে, সকল পড়ুয়াকে বেলা ১১টার মধ্যে সকল পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে।১১ টা ৪৫-এ  প্রশ্নপত্র পাবে পড়ুয়ারা।১০ মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। তারপরে লেখা  শুরু হবে। পরীক্ষা চলবে বেলা তিনটে অবধি।যে কোনও সমস্যা মাধ্যমিক পর্ষদের হেল্পলাইন চালু থাকবে। এসএমএসের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। এছাড়াও সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন, স্যানিটাইজার ব্যবহার ও প্রত্যেক ছাত্রছাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে পর্ষদ।

 

RELATED ARTICLES

Most Popular